Ajker Patrika

বিয়ের খবর দিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান

বিনোদর প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দীর্ঘদিন ধরে তাহসিন এশা নামের এক তরুণীর সঙ্গে প্রেম করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। গেল বছরের জানুয়ারিতে নিজেই বিষয়টি জানিয়েছিলেন। এবার জানা গেল বিয়ের কাজটা তিন বছর আগেই সেরেছেন তিনি। আজ নিজের ফেসবুকে এশার সঙ্গে দু’টি ছবি পোস্ট করে রোশান লিখেছেন, ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই...।’ 

ছবিতে রোশানকে দেখা যায় এশার হাত মেহেদিতে রাঙিয়ে দিতে। এমন ছবির পর অনেকেই প্রশ্ন রাখেন, তবে কি এটা বিয়ের ইঙ্গিত?

আজকের পত্রিকাকে রোশান জানান, ‘২০২০ সালে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। আজ আমার ও এশার পারিবারিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজনটি হচ্ছে একেবারে ঘরোয়া পরিসরে।’

চিত্রনায়ক জিয়াউল রোশান ও তাহসিন এশা। ছবি: ফেসবুকরোশান আরও জানান, ‘এশার সঙ্গে আমার ৫ বছরের প্রেম ছিল। আমাদের প্রেম ২০২০ সালে পরিণতি পায় বিয়ের মাধ্যমে।’

তাহসিন এশা পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে।
  
২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’ ও কলকাতার ‘ককপিট’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’ মুক্তি পেয়েছে। গেল ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত