আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়ে পৃথিবীর বিভিন্ন উৎসবে ঘুরছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরমধ্যে অস্ট্রেলিয়ার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, ভারতের কেরালার চলচ্চিত্র উৎসবসহ অনেক জায়গা থেকে পুরস্কার-প্রশংসা পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান অভিনেত্রী হিসেবে বাঁধন সব উৎসবে যোগ দিয়েছেন। পেয়েছেন স্বীকৃতি।
এবার স্পেন থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য যে এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে জানিয়েছেন, আমাদের সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন।’
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।
আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়ে পৃথিবীর বিভিন্ন উৎসবে ঘুরছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরমধ্যে অস্ট্রেলিয়ার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, ভারতের কেরালার চলচ্চিত্র উৎসবসহ অনেক জায়গা থেকে পুরস্কার-প্রশংসা পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান অভিনেত্রী হিসেবে বাঁধন সব উৎসবে যোগ দিয়েছেন। পেয়েছেন স্বীকৃতি।
এবার স্পেন থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য যে এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে জানিয়েছেন, আমাদের সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন।’
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১০ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
২০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
২১ ঘণ্টা আগে