চিত্রনায়িকা মাহিয়া মাহি পড়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। পোশাক ডিজাইন করতে দারুণ ভালো লাগে তাঁর। তবে অভিনয়, নাচ, গান, ফ্যাশন ডিজাইন—এগুলোর বাইরেও চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিন্নরকম একটি শখ আছে। পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ল্যাম্পশেড, ফুলদানি এসব বানান তিনি। অবসরে এটিই মাহির পছন্দের কাজ।
এই বিষয়ে মাহিয়া মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত দক্ষতা থাকে। আমার দক্ষতার জায়গা এটি। বলতে পারেন এটি আমার প্যাশন। যদিও এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, তবুও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই।’
দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন বলে জানান মাহি। তাঁর মতে, ‘আমরা ব্যস্ততায় যা করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মাহি। ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে টালিউডে অভিষেক ঘটে তাঁর। একই বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত অগ্নির দ্বিতীয় কিস্তি ‘অগ্নি ২’ চলচ্চিত্রটি।
চিত্রনায়িকা মাহিয়া মাহি পড়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। পোশাক ডিজাইন করতে দারুণ ভালো লাগে তাঁর। তবে অভিনয়, নাচ, গান, ফ্যাশন ডিজাইন—এগুলোর বাইরেও চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিন্নরকম একটি শখ আছে। পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ল্যাম্পশেড, ফুলদানি এসব বানান তিনি। অবসরে এটিই মাহির পছন্দের কাজ।
এই বিষয়ে মাহিয়া মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত দক্ষতা থাকে। আমার দক্ষতার জায়গা এটি। বলতে পারেন এটি আমার প্যাশন। যদিও এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, তবুও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই।’
দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন বলে জানান মাহি। তাঁর মতে, ‘আমরা ব্যস্ততায় যা করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মাহি। ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে টালিউডে অভিষেক ঘটে তাঁর। একই বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত অগ্নির দ্বিতীয় কিস্তি ‘অগ্নি ২’ চলচ্চিত্রটি।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৪ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৪ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৫ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৫ ঘণ্টা আগে