Ajker Patrika

এই বুঝি বাবা ডাক দিয়ে বলবে, ‘চঞ্চল, বাবা ঘুমাইছো?’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
এই বুঝি বাবা ডাক দিয়ে বলবে, ‘চঞ্চল, বাবা ঘুমাইছো?’

সদ্যপ্রয়াত বাবা রাধা গোবিন্দ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন চঞ্চল চৌধুরী। বাবার শেষকৃত্যের পর আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন শোকাহত এই অভিনেতা।

চঞ্চল চৌধুরী ফেইসবুকে লেখেন, ‘২৭ ডিসেম্বর রাতে, বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেলো এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গিয়েছিলাম যে, বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়িময়, ঘরময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে, চঞ্চল…বাবা ঘুমাইছো? বাবার কোন কথা আর কোন দিন কানে বাঁজবে না, বাবাকে দেখতে পাব না, এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না।’

তিনি আরও লিখেছেন, ‘যখন এই কথাগুলো লিখছি, শীতের এই সকালে, বাবার শালটাই আমার শরীরে জড়ানো। যে জায়গায় রোদে বসে আছি, এ জায়গায় বসেই বাবা রোদ পোহাত। রোদের উষ্ণতা নয়…. বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি এখন, বাকি জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে।’

দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাঁর। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে। চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী এলাকায় দুলাল মাস্টার বলে পরিচিত। বার্ধক্যের কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত