প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নতুন সিনেমা ‘শিবপুর’–এর প্রযোজকের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। এ ছাড়া ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমকে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, নিজের অভিযোগে স্বস্তিকা জানিয়েছেন তাঁকে সিনেমার জন্য প্রাথমিকভাবে কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে পারিশ্রমিকের বাকি টাকা না দিয়ে মানসিকভাবে তাঁকে হয়রানি করা হতে থাকে।
পিয়া সেনগুপ্ত আরও জানান, অভিযোগ তারা পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে আদালতে কোনো মামলা হয়েছে কি না, তা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে আর সে ক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। যদি তা না হয়, তাহলে দুই পক্ষের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু স্বস্তিকার অভিযোগ, তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
প্রযোজনা সংস্থার পক্ষে অজন্তা সিং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘অভিযোগ সত্যি, না কি মিথ্যা, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। স্বস্তিকা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মে মুক্তি পাবে সিনেমাটি।
প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নতুন সিনেমা ‘শিবপুর’–এর প্রযোজকের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। এ ছাড়া ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমকে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, নিজের অভিযোগে স্বস্তিকা জানিয়েছেন তাঁকে সিনেমার জন্য প্রাথমিকভাবে কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে পারিশ্রমিকের বাকি টাকা না দিয়ে মানসিকভাবে তাঁকে হয়রানি করা হতে থাকে।
পিয়া সেনগুপ্ত আরও জানান, অভিযোগ তারা পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে আদালতে কোনো মামলা হয়েছে কি না, তা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে আর সে ক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। যদি তা না হয়, তাহলে দুই পক্ষের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু স্বস্তিকার অভিযোগ, তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
প্রযোজনা সংস্থার পক্ষে অজন্তা সিং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘অভিযোগ সত্যি, না কি মিথ্যা, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। স্বস্তিকা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মে মুক্তি পাবে সিনেমাটি।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে