Ajker Patrika

প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন স্বস্তিকা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৭: ৪৮
প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন স্বস্তিকা

প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নতুন সিনেমা ‘শিবপুর’–এর প্রযোজকের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। এ ছাড়া ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যমকে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, নিজের অভিযোগে স্বস্তিকা জানিয়েছেন তাঁকে সিনেমার জন্য প্রাথমিকভাবে কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে পারিশ্রমিকের বাকি টাকা না দিয়ে মানসিকভাবে তাঁকে হয়রানি করা হতে থাকে। 

পিয়া সেনগুপ্ত আরও জানান, অভিযোগ তারা পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে আদালতে কোনো মামলা হয়েছে কি না, তা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে আর সে ক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। যদি তা না হয়, তাহলে দুই পক্ষের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কিন্তু স্বস্তিকার অভিযোগ, তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। 

প্রযোজনা সংস্থার পক্ষে অজন্তা সিং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘অভিযোগ সত্যি, না কি মিথ্যা, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’ 

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। স্বস্তিকা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত