বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা। ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ফ্যাঁকড়া।
প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।
ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপী চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরও রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।
ফ্যাঁকড়া সিরিজ নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা খুব স্ট্রং। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী। সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপী চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। সবাই ভালো করেছেন।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে শুটিং হয়েছে। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। সে সময় দেশজুড়ে ডাকাতির ঘটনাও ঘটছিল। রাতে হাইওয়েতে শুটিংয়ের সময় অনেকে আমাদের সন্দেহ করছিলেন। শুটিং আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে আমাদের কষ্ট সার্থক হচ্ছে। দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিরিজটি।’
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা। ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ফ্যাঁকড়া।
প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।
ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপী চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরও রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।
ফ্যাঁকড়া সিরিজ নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা খুব স্ট্রং। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী। সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপী চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। সবাই ভালো করেছেন।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে শুটিং হয়েছে। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। সে সময় দেশজুড়ে ডাকাতির ঘটনাও ঘটছিল। রাতে হাইওয়েতে শুটিংয়ের সময় অনেকে আমাদের সন্দেহ করছিলেন। শুটিং আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে আমাদের কষ্ট সার্থক হচ্ছে। দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিরিজটি।’
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
২ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
২ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে