Ajker Patrika

কারিনার পথে হাঁটছেন নুসরাত

বিনোদন ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬: ১৯
Thumbnail image

কলকাতার নায়িকা নুসরাত জাহানের সাহস নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে জীবনে নিজের শর্তে বাঁচেন নুসরাত। তাই তো নিখিল জৈনের সঙ্গে বিতর্কিত বিয়ে ভাঙবার আগেই যশ দাশগুপ্তর সন্তানের মা হয়েছেন তিনি। শুধু রুপালি পর্দাতেই নয়, বাস্তবেও ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ নুসরাত জাহান। অভিনয় ক্যারিয়ার সামলে জনপ্রতিনিধির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, এখন ঈশানকেও সমালাতে হচ্ছে সারা দিন। সংসার, সন্তান, ক্যারিয়ার-সবটা ব্যালেন্স করে চলবার মাঝেই এবার নতুন ইনিংস শুরু করছেন নুসরাত। হ্যাঁ, নুসরাত এবার হবেন রেডিও হোস্ট।

নুসরাত জাহানবলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে এর আগে ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এর মতো রেডিও শো হোস্ট করতে দেখা গেছে, এবার ইশক এফএম-এ নুসরাত নিয়ে আসছেন তাঁর রেডিও শো। নাম ‘ইশক উইথ নুসরাত….ভালোবাসায় বোল্ড’। কী থাকবে এই শো-তে? নাম শুনেই বোঝা যাচ্ছে ভালোবাসার গল্প থাকবে এই রেডিও সিরিজজুড়ে। ভালোবাসা শুধু সিনেমার সংলাপে ভরপুর নয়, ভালোবাসার গভীর অর্থ অনেকটা বৃহৎ। সেই সাহস সবার থাকে না। তেমনই কিছু সাহসী ভালোবাসার গল্প নিয়ে আসছেন নুসরাত জাহান। চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে রেডিও সিরিজ ‘ইশক উইথ নুসরাত’।

নুসরাত জাহানগত ২৬ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত। সম্প্রতি প্রকাশ করেছেন ছেলের ছবি। যশের সঙ্গে এখন সুখী দাম্পত্য তাঁর। গত মাসেই ছবির শুটিংয়ে কাশ্মীর গিয়েছিলেন দুজনে। ফিরে এসে ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-র শুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত