বাংলাদেশের শাকিব খান আর কলকাতার দেব, দুজনের সঙ্গেই জুটি বাঁধা হয়ে গেছে; যদিও ছবি দুটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই আবার বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন জাহরা মিতু। বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন দুটি ছবিতে। একটি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ আর অন্যটি কাজী হায়াতের ‘জয় বাংলা’।
সরকারি অনুদানের ছবি কাজী হায়াতের ‘জয় বাংলা’। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ৫১তম ছবি।
মিতু বলেন, ‘প্রথম লটে গ্রামের অংশের শুটিং হবে, ছোটবেলার কিছু অংশ আছে সেগুলো দিয়েই শুরু হবে। সেখানে বাপ্পী ও আমার খুব বেশি কাজ নেই। তাই প্রথম লটে আমার কাজ শুরু করবেন কি না সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানি না।’ আর ‘যন্ত্রণা’র শুটিংয়ের ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই শুটিং শুরু হবে।
মিতু বলেন, ‘সব ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার। সব গুছিয়ে আনতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামব। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং হবে।’
এদিকে আরও দুটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান জাহারা মিতু। খুব শিগগিরই ঘোষণা আসবে।
বাংলাদেশের শাকিব খান আর কলকাতার দেব, দুজনের সঙ্গেই জুটি বাঁধা হয়ে গেছে; যদিও ছবি দুটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই আবার বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন জাহরা মিতু। বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন দুটি ছবিতে। একটি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ আর অন্যটি কাজী হায়াতের ‘জয় বাংলা’।
সরকারি অনুদানের ছবি কাজী হায়াতের ‘জয় বাংলা’। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ৫১তম ছবি।
মিতু বলেন, ‘প্রথম লটে গ্রামের অংশের শুটিং হবে, ছোটবেলার কিছু অংশ আছে সেগুলো দিয়েই শুরু হবে। সেখানে বাপ্পী ও আমার খুব বেশি কাজ নেই। তাই প্রথম লটে আমার কাজ শুরু করবেন কি না সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানি না।’ আর ‘যন্ত্রণা’র শুটিংয়ের ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই শুটিং শুরু হবে।
মিতু বলেন, ‘সব ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার। সব গুছিয়ে আনতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামব। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং হবে।’
এদিকে আরও দুটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান জাহারা মিতু। খুব শিগগিরই ঘোষণা আসবে।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
২ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
২ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
২ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৩ ঘণ্টা আগে