Ajker Patrika

ঋতুপর্ণা হঠাৎ কেন ঢাকায়

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২১: ৪৮
ঋতুপর্ণা হঠাৎ কেন ঢাকায়

আজ শনিবার ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুরের একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। হঠাৎ করে ঢাকায় উড়ে আসার উপলক্ষ তাঁর নতুন সিনেমা ‘স্পর্শ’। আজ সন্ধ্যায় যৌথ প্রযোজনার সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নিতেই ঢাকায় আসেন তিনি।

সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশি অভিনেতা নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল থেকে সিনেমাটির বাংলাদেশ অংশের দৃশ্যধারণ শুরু হবে। এর আগে কলকাতায় দৃশ্যধারণের মাধ্যমে সিনেমাটির নির্মাণ শুরু হয়।

সংবাদ সম্মেলন অংশ নিতে কথা বলেন নিরব ও ঋতুপর্ণা। ছবি: আজকের পত্রিকা‘স্পর্শ’ ছবিটি প্রযোজনা করছে ঢাকার অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন। দীর্ঘদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। সিনেমাটি পরিচালনা করছেন ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। ঋতুপর্ণার পাশাপাশি এতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের খরাজ মুখার্জি।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক। এতে সহ অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এই সিনেমা ওই বছরই শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করে। এরপর ‘সুজন সখী’, ‘নাগপঞ্চমী’, ‘মনের মানুষ’ ও ‘সংসার সংগ্রাম’ সিনেমার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা। বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন কলকাতার এই অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত