Ajker Patrika

মাহিয়া মাহির অভিমানে বিপাকে পরিচালক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাহিয়া মাহির অভিমানে বিপাকে পরিচালক

রূপালি পর্দা থেকে বিরতি কাটিয়ে কাজে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার থেকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেন তিনি। তবে বুধবার হঠাৎ এই চিত্রনায়িকা সংবাদমাধ্যমকে জানান, তিনি আর এই সিনেমা করছেন না। কিন্তু তিনি যে আর সিনেমাটিতে অভিনয় করবেন না তা জানেন না পরিচালক ও প্রযোজক।

এ বিষয়ে মাহি দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’

বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সত্য, তবে একটা ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। এক ইন্টারভিউতে নায়ক ও প্রযোজক মুন্না বলছে তার ইচ্ছা ছিল সিনেমাটিতে পরীমণিকে নেওয়ার। হয়তো এ বিষয়টি মাহির ইগোতে লেগেছে, কথাটা তাঁর ভালো লাগেনি। আমি আগামীকাল তাঁর বাসায় যাব, আশা করি ভুল বোঝাবুঝির অবসান শেষ করে তাকে শুটিংয়ে ফিরিয়ে আনব।’ 

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবি: সংগৃহীতএকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না জানান, তার ইচ্ছা ছিল পরীমণিকে নেওয়ার। পরিচালকও যোগাযোগ করেছিল তার সঙ্গে। কিন্তু পারিবারিক ঝামেলায় থাকার কারণে কাজটি পরীমণি করতে পারেনি।

তবে এ বিষয়ে পরিচালক মানিকের ভাষ্য, পরীমণির সঙ্গে এই সিনেমার জন্য কোনো যোগাযোগ করেননি তিনি।

এ বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।

জানা যায়, ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খানসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত