বিনোদন প্রতিবেদক, ঢাকা
পরিচালক রাজর্ষি দে’র হাত ধরে টালিউডে পা রেখেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গত মাসে রাজর্ষির ‘মায়া’ ছবির শুটিং শেষ করেছেন। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরবর্তী ছবি নির্মাণ করছেন তৃণমূলের নেতা মদন মিত্রকে নিয়ে। সেই ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিউডে।
বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে, সেটা এখনো চূড়ান্ত করিনি। মমতা ব্যানার্জির চরিত্রেও হতে পারে, আবার অন্য কোনো চরিত্রেও হতে পারে।’ মমতার চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি এই সম্পর্কে এখনো জানি না।’
২০২২ সালে মদন মিত্রের বায়োপিকের কাজ শুরু করবেন বলে জানান রাজর্ষি। মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। রাজর্ষি বলেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্য রকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক ও কবি। যিনি দীর্ঘদিন কামারাহাটিতেই বাস করছেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না।’
মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।
পরিচালক রাজর্ষি দে’র হাত ধরে টালিউডে পা রেখেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গত মাসে রাজর্ষির ‘মায়া’ ছবির শুটিং শেষ করেছেন। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরবর্তী ছবি নির্মাণ করছেন তৃণমূলের নেতা মদন মিত্রকে নিয়ে। সেই ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিউডে।
বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে, সেটা এখনো চূড়ান্ত করিনি। মমতা ব্যানার্জির চরিত্রেও হতে পারে, আবার অন্য কোনো চরিত্রেও হতে পারে।’ মমতার চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি এই সম্পর্কে এখনো জানি না।’
২০২২ সালে মদন মিত্রের বায়োপিকের কাজ শুরু করবেন বলে জানান রাজর্ষি। মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। রাজর্ষি বলেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্য রকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক ও কবি। যিনি দীর্ঘদিন কামারাহাটিতেই বাস করছেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না।’
মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
৩৭ মিনিট আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়্যালিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়্যালিটি শো এর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
১ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৫ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৫ ঘণ্টা আগে