পরিচালক রাজর্ষি দে’র হাত ধরে টালিউডে পা রেখেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গত মাসে রাজর্ষির ‘মায়া’ ছবির শুটিং শেষ করেছেন। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরবর্তী ছবি নির্মাণ করছেন তৃণমূলের নেতা মদন মিত্রকে নিয়ে। সেই ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিউডে।
বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে, সেটা এখনো চূড়ান্ত করিনি। মমতা ব্যানার্জির চরিত্রেও হতে পারে, আবার অন্য কোনো চরিত্রেও হতে পারে।’ মমতার চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি এই সম্পর্কে এখনো জানি না।’
২০২২ সালে মদন মিত্রের বায়োপিকের কাজ শুরু করবেন বলে জানান রাজর্ষি। মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। রাজর্ষি বলেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্য রকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক ও কবি। যিনি দীর্ঘদিন কামারাহাটিতেই বাস করছেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না।’
মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।
পরিচালক রাজর্ষি দে’র হাত ধরে টালিউডে পা রেখেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। গত মাসে রাজর্ষির ‘মায়া’ ছবির শুটিং শেষ করেছেন। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরবর্তী ছবি নির্মাণ করছেন তৃণমূলের নেতা মদন মিত্রকে নিয়ে। সেই ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টালিউডে।
বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে, সেটা এখনো চূড়ান্ত করিনি। মমতা ব্যানার্জির চরিত্রেও হতে পারে, আবার অন্য কোনো চরিত্রেও হতে পারে।’ মমতার চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি এই সম্পর্কে এখনো জানি না।’
২০২২ সালে মদন মিত্রের বায়োপিকের কাজ শুরু করবেন বলে জানান রাজর্ষি। মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। রাজর্ষি বলেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদার দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্য রকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক ও কবি। যিনি দীর্ঘদিন কামারাহাটিতেই বাস করছেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না।’
মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৯ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১০ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
১০ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
১১ ঘণ্টা আগে