হুমায়ূন আহমদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা। সরকারি অনুদানের জন্য আবেদনও করেছিলেন। ২০২০-২১ অর্থ বছরে ছবিটিকে অনুদান দেয় সরকার। ‘পেন্সিলে আঁকা পরী’ বানানোর জন্য অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর।
এর মধ্যে প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকা পান অমিতাভ। এরপরই শুরু হয় জটিলতা। ছবির কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হয় নির্মাতার। লেখকের পরিবারের পক্ষ থেকে নতুন করে কয়েকটি শর্ত দেওয়া হয়। ওই সময় অমিতাভ রেজা বলেছিলেন, ‘হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি— আমি একবারের জন্যও শর্তগুলোর বিরুদ্ধে বলছি না। আমি যা বলছি তা হলো— শর্তগুলো মেনে এই সিনেমা বানানো সম্ভব নয়।’
অমিতাভ রেজা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবিটি না বানিয়ে সরকারি অনুদানের টাকা ফেরত দেবেন। সেটাই করেছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজা নিজে।
মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা সরকারি চালানের কপি বুঝে পেয়েছি।’
অমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে ১৮ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৮ লাখের সঙ্গে জরিমানা হিসেবে গুনতে হয়েছে ১৮ হাজার টাকা।
হুমায়ূন আহমদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা। সরকারি অনুদানের জন্য আবেদনও করেছিলেন। ২০২০-২১ অর্থ বছরে ছবিটিকে অনুদান দেয় সরকার। ‘পেন্সিলে আঁকা পরী’ বানানোর জন্য অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর।
এর মধ্যে প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকা পান অমিতাভ। এরপরই শুরু হয় জটিলতা। ছবির কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হয় নির্মাতার। লেখকের পরিবারের পক্ষ থেকে নতুন করে কয়েকটি শর্ত দেওয়া হয়। ওই সময় অমিতাভ রেজা বলেছিলেন, ‘হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি— আমি একবারের জন্যও শর্তগুলোর বিরুদ্ধে বলছি না। আমি যা বলছি তা হলো— শর্তগুলো মেনে এই সিনেমা বানানো সম্ভব নয়।’
অমিতাভ রেজা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবিটি না বানিয়ে সরকারি অনুদানের টাকা ফেরত দেবেন। সেটাই করেছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজা নিজে।
মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা সরকারি চালানের কপি বুঝে পেয়েছি।’
অমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে ১৮ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৮ লাখের সঙ্গে জরিমানা হিসেবে গুনতে হয়েছে ১৮ হাজার টাকা।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১৩ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১৩ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১৩ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১৩ ঘণ্টা আগে