হুমায়ূন আহমদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা। সরকারি অনুদানের জন্য আবেদনও করেছিলেন। ২০২০-২১ অর্থ বছরে ছবিটিকে অনুদান দেয় সরকার। ‘পেন্সিলে আঁকা পরী’ বানানোর জন্য অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর।
এর মধ্যে প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকা পান অমিতাভ। এরপরই শুরু হয় জটিলতা। ছবির কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হয় নির্মাতার। লেখকের পরিবারের পক্ষ থেকে নতুন করে কয়েকটি শর্ত দেওয়া হয়। ওই সময় অমিতাভ রেজা বলেছিলেন, ‘হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি— আমি একবারের জন্যও শর্তগুলোর বিরুদ্ধে বলছি না। আমি যা বলছি তা হলো— শর্তগুলো মেনে এই সিনেমা বানানো সম্ভব নয়।’
অমিতাভ রেজা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবিটি না বানিয়ে সরকারি অনুদানের টাকা ফেরত দেবেন। সেটাই করেছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজা নিজে।
মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা সরকারি চালানের কপি বুঝে পেয়েছি।’
অমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে ১৮ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৮ লাখের সঙ্গে জরিমানা হিসেবে গুনতে হয়েছে ১৮ হাজার টাকা।
হুমায়ূন আহমদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’ অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা। সরকারি অনুদানের জন্য আবেদনও করেছিলেন। ২০২০-২১ অর্থ বছরে ছবিটিকে অনুদান দেয় সরকার। ‘পেন্সিলে আঁকা পরী’ বানানোর জন্য অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিল তাঁর।
এর মধ্যে প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকা পান অমিতাভ। এরপরই শুরু হয় জটিলতা। ছবির কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে মতানৈক্য তৈরি হয় নির্মাতার। লেখকের পরিবারের পক্ষ থেকে নতুন করে কয়েকটি শর্ত দেওয়া হয়। ওই সময় অমিতাভ রেজা বলেছিলেন, ‘হুমায়ুন আহমেদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি— আমি একবারের জন্যও শর্তগুলোর বিরুদ্ধে বলছি না। আমি যা বলছি তা হলো— শর্তগুলো মেনে এই সিনেমা বানানো সম্ভব নয়।’
অমিতাভ রেজা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবিটি না বানিয়ে সরকারি অনুদানের টাকা ফেরত দেবেন। সেটাই করেছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজা নিজে।
মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা সরকারি চালানের কপি বুঝে পেয়েছি।’
অমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে ১৮ লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৮ লাখের সঙ্গে জরিমানা হিসেবে গুনতে হয়েছে ১৮ হাজার টাকা।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
১ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৩ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১৩ ঘণ্টা আগে