২০১৪ সালে বিচ্ছেদের পর আর কোনো নতুন সম্পর্কে জড়াননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একমাত্র কন্যা মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছিল তাঁর দিন। অনেক কাছের মানুষ তাঁকে নতুন সম্পর্কে জড়ানোর পরামর্শ দিলেও বরাবরই এড়িয়ে গেছেন। বিচ্ছেদের দশ বছর পর একজন জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী।
গত মাসে নিজের ৪১তম জন্মদিনে বাঁধন জানিয়েছিলেন, তাঁর মেয়ে সায়রা চায়, মায়ের জীবনে কেউ আসুক। এবার অভিনেত্রী জানালেন, তিনিও জীবনসঙ্গী নিয়ে নতুন করে ভাবছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে ধীরে ধীরে বুঝছে, মাকে সবকিছু একা একাই করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার। এত বছর আমি চিন্তা করিনি। সম্ভবত এখন চিন্তা করছি। কেননা, একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নাই।’
বাঁধন জানান, গত দেড় বছর ধরে বিয়ের কথা ভাবছেন তিনি। জীবনের এই সময়ে বিয়ে নিয়ে ভাববার কারন জানিয়ে বাঁধন বলেন, ‘৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আগেও বলছি, ৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন লাভ করেছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।’
বাঁধন বলেন, ‘বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো সত্যিকারের একজন সঙ্গী পাইনি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা এসেছে, সবাই বাধা হিসেবেই এসেছে। আমার চলার পথটাকে মসৃণ করতে আসেনি কেউ। তাই আমার জীবনে যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’
কেমন পাত্র খুঁজছেন, তা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না। আমি এখনো কাউকে খুঁজে পাইনি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’
২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন আজমেরী হক বাঁধন। ২০১৪ সালের ২৬ নভেম্বর তাঁদের বিচ্ছেদ হয়।
২০১৪ সালে বিচ্ছেদের পর আর কোনো নতুন সম্পর্কে জড়াননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একমাত্র কন্যা মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছিল তাঁর দিন। অনেক কাছের মানুষ তাঁকে নতুন সম্পর্কে জড়ানোর পরামর্শ দিলেও বরাবরই এড়িয়ে গেছেন। বিচ্ছেদের দশ বছর পর একজন জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী।
গত মাসে নিজের ৪১তম জন্মদিনে বাঁধন জানিয়েছিলেন, তাঁর মেয়ে সায়রা চায়, মায়ের জীবনে কেউ আসুক। এবার অভিনেত্রী জানালেন, তিনিও জীবনসঙ্গী নিয়ে নতুন করে ভাবছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে ধীরে ধীরে বুঝছে, মাকে সবকিছু একা একাই করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার। এত বছর আমি চিন্তা করিনি। সম্ভবত এখন চিন্তা করছি। কেননা, একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নাই।’
বাঁধন জানান, গত দেড় বছর ধরে বিয়ের কথা ভাবছেন তিনি। জীবনের এই সময়ে বিয়ে নিয়ে ভাববার কারন জানিয়ে বাঁধন বলেন, ‘৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আগেও বলছি, ৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন লাভ করেছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।’
বাঁধন বলেন, ‘বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো সত্যিকারের একজন সঙ্গী পাইনি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা এসেছে, সবাই বাধা হিসেবেই এসেছে। আমার চলার পথটাকে মসৃণ করতে আসেনি কেউ। তাই আমার জীবনে যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’
কেমন পাত্র খুঁজছেন, তা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না। আমি এখনো কাউকে খুঁজে পাইনি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’
২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন আজমেরী হক বাঁধন। ২০১৪ সালের ২৬ নভেম্বর তাঁদের বিচ্ছেদ হয়।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করছেন মাহতিম শাকিব। এবার আরও একটি ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন তিনি। ‘মাহতিম অন দ্য মাইক’ নামের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন মানুষের জীবনের গল্প শোনাবেন তিনি।
৮ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ২২ জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এই ঘটনায় প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। রাষ্ট্রীয় শোক পালনের দিন বন্ধ রাখা হয় সারা দেশের সব সিনেমা হল। এবার পিছিয়ে গেল নাটক ও সিনেমা মুক্তি।
১২ ঘণ্টা আগেমনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন
১২ ঘণ্টা আগেভারতের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রকাশ করল বাংলাদেশের সংগীতশিল্পী জিসান খান শুভর নতুন গান। গতকাল টি-সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘আজও বলতে পারিনি’। লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীত করেছেন ভারতের ডাব্বু ঘোষাল। ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে মডেল হয়েছেন সূর্য সর
১৩ ঘণ্টা আগে