মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে চলছে নতুন বিতর্ক। টালিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও প্রযোজক রানা সরকার পরস্পরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করছেন। তাঁদের এই দ্বন্দ্বে জড়িয়েছে শাকিব খানের নামও। রানা সরকার অভিযোগ করেছেন, ‘জয়জিতের পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন’।
বিতর্কের সূত্রপাত জয়জিতের পোস্টের সূত্র ধরে। মঙ্গলবার সকালে ফেসবুকে এই টালিউড অভিনেতা লেখেন, ‘এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা, পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতন সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দান করে আর সবার সাথে ছবি দেয়। আজব জীব।’
কয়েকদিন আগে সাপ্লায়ার্স গিল্ডের সঙ্গে সমস্যার কারণে ‘বেহায়া’সহ কয়েকটি সিনেমার শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক রানা সরকার। এরপরই জয়জিতের এই ফেসবুক পোস্ট। তাই রানার ধারণা, তাঁকে উদ্দেশ করেই ফেসবুকে কথাগুলো লিখেছেন জয়জিৎ। তাই চুপ থাকেননি তিনি। জয়জিতের পোস্টের তলায় কমেন্টে জানতে চান, তাঁকে নিয়েই পোস্টটি তিনি দিয়েছেন কিনা! তবে জয়জিৎ নাকি তাঁকে ব্লক করে দিয়েছেন, অভিযোগ রানার।
কিছুক্ষণ পর ফেসবুকে পাল্টা পোস্ট দেন রানা সরকার। লেখেন, ‘আর পারলো না মিথ্যেগুলো সামলাতে। আমাকে ব্লক করে দিলো জয়জিৎ ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ করলাম, পালিয়ে গেল। ওনার পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন, কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। এইসব মিথ্যেবাদী অভিনেতা নিয়ে আমাদের জগৎ, কী করে বাংলা সিনেমার ভালো হবে?’
তবে তাঁদের আলাপে শাকিব খানের প্রসঙ্গ আসায় চোখ কপালে উঠেছে অনেকের। শাকিবের সঙ্গে পরিচয় আছে? কখনো কোনো আর্থিক লেনদেন হয়েছিল তাঁর সঙ্গে? এমন প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমকে জয়জিৎ বলেছেন, ‘বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গেই পরিচয় আছে। শাকিবকেও চিনি। খুব শিগগিরই তাঁর বক্তব্য জানবেন আপনারা। সত্যিটা সবার সামনে আসবে। ইতিমধ্যেই তাঁর সহকারীর সঙ্গে যোগাযোগ করেছি। শাকিবের সঙ্গেও কথা হবে।’
বিষয়টি নিয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো। ধারণা করা হচ্ছে, সত্যিই যদি শাকিবের সঙ্গে জয়জিতের কোনো লেনদেন থাকে, আর সেটি নিয়ে যদি শাকিব মুখ খোলেন; তাহলেই হতে পারে জয়জিৎ ও রানার এই দ্বন্দ্বের সমাধান।
মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে চলছে নতুন বিতর্ক। টালিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও প্রযোজক রানা সরকার পরস্পরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করছেন। তাঁদের এই দ্বন্দ্বে জড়িয়েছে শাকিব খানের নামও। রানা সরকার অভিযোগ করেছেন, ‘জয়জিতের পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন’।
বিতর্কের সূত্রপাত জয়জিতের পোস্টের সূত্র ধরে। মঙ্গলবার সকালে ফেসবুকে এই টালিউড অভিনেতা লেখেন, ‘এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা, পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতন সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দান করে আর সবার সাথে ছবি দেয়। আজব জীব।’
কয়েকদিন আগে সাপ্লায়ার্স গিল্ডের সঙ্গে সমস্যার কারণে ‘বেহায়া’সহ কয়েকটি সিনেমার শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক রানা সরকার। এরপরই জয়জিতের এই ফেসবুক পোস্ট। তাই রানার ধারণা, তাঁকে উদ্দেশ করেই ফেসবুকে কথাগুলো লিখেছেন জয়জিৎ। তাই চুপ থাকেননি তিনি। জয়জিতের পোস্টের তলায় কমেন্টে জানতে চান, তাঁকে নিয়েই পোস্টটি তিনি দিয়েছেন কিনা! তবে জয়জিৎ নাকি তাঁকে ব্লক করে দিয়েছেন, অভিযোগ রানার।
কিছুক্ষণ পর ফেসবুকে পাল্টা পোস্ট দেন রানা সরকার। লেখেন, ‘আর পারলো না মিথ্যেগুলো সামলাতে। আমাকে ব্লক করে দিলো জয়জিৎ ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ করলাম, পালিয়ে গেল। ওনার পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন, কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। এইসব মিথ্যেবাদী অভিনেতা নিয়ে আমাদের জগৎ, কী করে বাংলা সিনেমার ভালো হবে?’
তবে তাঁদের আলাপে শাকিব খানের প্রসঙ্গ আসায় চোখ কপালে উঠেছে অনেকের। শাকিবের সঙ্গে পরিচয় আছে? কখনো কোনো আর্থিক লেনদেন হয়েছিল তাঁর সঙ্গে? এমন প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমকে জয়জিৎ বলেছেন, ‘বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গেই পরিচয় আছে। শাকিবকেও চিনি। খুব শিগগিরই তাঁর বক্তব্য জানবেন আপনারা। সত্যিটা সবার সামনে আসবে। ইতিমধ্যেই তাঁর সহকারীর সঙ্গে যোগাযোগ করেছি। শাকিবের সঙ্গেও কথা হবে।’
বিষয়টি নিয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো। ধারণা করা হচ্ছে, সত্যিই যদি শাকিবের সঙ্গে জয়জিতের কোনো লেনদেন থাকে, আর সেটি নিয়ে যদি শাকিব মুখ খোলেন; তাহলেই হতে পারে জয়জিৎ ও রানার এই দ্বন্দ্বের সমাধান।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
২ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
২ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
২ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
২ ঘণ্টা আগে