বেলা ২টায় নির্মাতা রায়হান রাফী ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়। বিশেষ দ্রষ্টব্য, এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না!’
বিকেল সাড়ে ৫টায় সেই তুফানের ঝলক দেখালেন নির্মাতা। সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৈরি তাঁর ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ করলেন। যেখানে রীতিমতো ঝড় তুললেন শাকিব। এর আগে শাকিবকে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি।
১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে বন্দুক হাতে অ্যাকশন মুডে এন্ট্রি নেন শাকিব। এ সময় ভয়েস ওভারে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে...’, কথা শেষ না হতেই বিশাল এক অস্ত্র দিয়ে গুলি চালিয়ে সব তছনছ করে দেন শাকিব।
এরপরেই দেখা যায় ঠান্ডা মাথার চঞ্চল চৌধুরীকে। হাসতে হাসতে চঞ্চল বলেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে!’
ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। তবে দক্ষিণ ভারতীয় স্টাইলের অ্যাকশনের আদলে শাকিবের মাঝে ‘অ্যানিমেল’ সিনেমার রণবীর কিংবা কেজিএফের যশের ছায়াও খুঁজছেন অনেকে।
জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক গ্যাংস্টারের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে হয়নি। ভারতের কেজিএফ, পুষ্পার মতোই একটি অ্যাকশনধর্মী গ্যাংস্টার সিনেমা উপহার দিতে চান তিনি।
তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ। শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান।
বেলা ২টায় নির্মাতা রায়হান রাফী ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়। বিশেষ দ্রষ্টব্য, এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না!’
বিকেল সাড়ে ৫টায় সেই তুফানের ঝলক দেখালেন নির্মাতা। সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৈরি তাঁর ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ করলেন। যেখানে রীতিমতো ঝড় তুললেন শাকিব। এর আগে শাকিবকে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি।
১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে বন্দুক হাতে অ্যাকশন মুডে এন্ট্রি নেন শাকিব। এ সময় ভয়েস ওভারে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে...’, কথা শেষ না হতেই বিশাল এক অস্ত্র দিয়ে গুলি চালিয়ে সব তছনছ করে দেন শাকিব।
এরপরেই দেখা যায় ঠান্ডা মাথার চঞ্চল চৌধুরীকে। হাসতে হাসতে চঞ্চল বলেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে!’
ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। তবে দক্ষিণ ভারতীয় স্টাইলের অ্যাকশনের আদলে শাকিবের মাঝে ‘অ্যানিমেল’ সিনেমার রণবীর কিংবা কেজিএফের যশের ছায়াও খুঁজছেন অনেকে।
জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক গ্যাংস্টারের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে হয়নি। ভারতের কেজিএফ, পুষ্পার মতোই একটি অ্যাকশনধর্মী গ্যাংস্টার সিনেমা উপহার দিতে চান তিনি।
তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ। শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান।
আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৩৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৫ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১০ ঘণ্টা আগে