বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাশাপাশি বিদ্যা সিনহা মিম ও পরীমণি। পরস্পরের সঙ্গে গল্প করছেন, হাসছেন। তাঁদের পাশাপাশি দেখে সবাই অবাক। কারণ, পরীর সাবেক স্বামী ও অভিনেতা শরিফুল রাজকে নিয়ে এই দুই নায়িকার মধ্যে মনোমালিন্যের কথা সবার জানা। গতকাল ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ নামের এক অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে দেখা যায় মিম ও পরীমণিকে। তাঁদের গলাগলি দেখে সবার মনে প্রশ্ন, তবে কি দ্বন্দ্ব মিটল এ দুই নায়িকার?
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মিম। তিনি জানিয়েছেন, অতীতের সেসব ঘটনার জন্য তাঁর কাছে ক্ষমা চেয়েছেন পরীমণি। মিম বলেন, ‘দুই বছর আগে পরীমণি একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘এই, তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না। ওসব ভুলে যাও।’
মিম জানান, এতে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। সেই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন বলে জানান মিম।
মিম আরও বলেন, ‘যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষমাত্রই তো ভুল করে, আমার আর কী করার আছে। তাকে ক্ষমা করে দিয়েছি।’
২০২২ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর মিম-রাজ জুটিকে ভালোই গ্রহণ করেছিল দর্শকেরা। সেই সময় শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন রাজের তখনকার স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। মিমের উদ্দেশে এক ফেসবুক পোস্টে পরীমণির দাবি করেছিলেন, মিমের কারণে রাজের সঙ্গে তাঁর সংসারে সমস্যা হচ্ছে। পরীমণির অভিযোগ ছিল, মিমের সঙ্গে শরিফুল রাজের সম্পর্ক আছে। যে কারণে তাঁদের সংসারে টানাপোড়েন চলছে।
পরীমণির এমন পোস্টে বিব্রতকর অবস্থায় পড়েন মিম। সিদ্ধান্ত নিয়েছিলেন, শরিফুল রাজের বিপরীতে তিনি আর অভিনয় করবেন না। সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি মিম।
পাশাপাশি বিদ্যা সিনহা মিম ও পরীমণি। পরস্পরের সঙ্গে গল্প করছেন, হাসছেন। তাঁদের পাশাপাশি দেখে সবাই অবাক। কারণ, পরীর সাবেক স্বামী ও অভিনেতা শরিফুল রাজকে নিয়ে এই দুই নায়িকার মধ্যে মনোমালিন্যের কথা সবার জানা। গতকাল ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ নামের এক অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে দেখা যায় মিম ও পরীমণিকে। তাঁদের গলাগলি দেখে সবার মনে প্রশ্ন, তবে কি দ্বন্দ্ব মিটল এ দুই নায়িকার?
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মিম। তিনি জানিয়েছেন, অতীতের সেসব ঘটনার জন্য তাঁর কাছে ক্ষমা চেয়েছেন পরীমণি। মিম বলেন, ‘দুই বছর আগে পরীমণি একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘এই, তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না। ওসব ভুলে যাও।’
মিম জানান, এতে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। সেই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন বলে জানান মিম।
মিম আরও বলেন, ‘যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষমাত্রই তো ভুল করে, আমার আর কী করার আছে। তাকে ক্ষমা করে দিয়েছি।’
২০২২ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর মিম-রাজ জুটিকে ভালোই গ্রহণ করেছিল দর্শকেরা। সেই সময় শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন রাজের তখনকার স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। মিমের উদ্দেশে এক ফেসবুক পোস্টে পরীমণির দাবি করেছিলেন, মিমের কারণে রাজের সঙ্গে তাঁর সংসারে সমস্যা হচ্ছে। পরীমণির অভিযোগ ছিল, মিমের সঙ্গে শরিফুল রাজের সম্পর্ক আছে। যে কারণে তাঁদের সংসারে টানাপোড়েন চলছে।
পরীমণির এমন পোস্টে বিব্রতকর অবস্থায় পড়েন মিম। সিদ্ধান্ত নিয়েছিলেন, শরিফুল রাজের বিপরীতে তিনি আর অভিনয় করবেন না। সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি মিম।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
২ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
৪ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
৫ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৭ ঘণ্টা আগে