Ajker Patrika

মিম মুম্বাই, বুবলী ঢাকায়, হঠাৎ পূজা কেন কলকাতায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২০: ৩৫
মিম মুম্বাই, বুবলী ঢাকায়, হঠাৎ পূজা কেন কলকাতায়

ঢাকাই সিনেমার ব্যস্ততম তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী ও পূজা চেরি। এই ঈদে প্রেক্ষাগৃহে মিমের কোনো সিনেমা মুক্তি না পেলেও মুক্তি পেয়েছে শবনম বুবলীর দুইটি সিনেমা। শাকিব খানের বিপরীতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং আদর আজাদের বিপরীতে ‘লোকাল’। ঈদে পূজার মুক্তি পেয়েছে একটি সিনেমা, সজল ও জিয়াউল রোশানের বিপরীতে ‘জ্বীন’।

বিদ্যা সিনহা মিমচিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পরিবার নিয়ে এখন আছেন ভারতের মুম্বাই। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। মুম্বাই থেকে ছুটির মেজাজে নিয়মিতই ভক্তদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে যাচ্ছেন মিম।

শবনম বুবলীবুবলীর এবার ঈদ কেটেছে ব্যস্ততায়। নিজের দুই সিনেমা ‘লিডার’ ও ‘লোকাল’–এর হল পরিদর্শনে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বুবলী আজ তাঁর ফেসবুকে নতুন লুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান’। নায়িকা যেন তাঁর ফুরফুরে মেজাজেরই জানান দিচ্ছেন।

পূজা চেরিপূজা চেরির গত কয়েক দিন কেটেছে সিনেমা হলে। ‘জ্বীন’ সিনেমার হল পরিদর্শনে তিনি ছুটেছেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ। কিন্তু আজ ফেসবুকে কিছু ছবি পোস্ট করে কলকাতা উড়ে যাওয়ার খবর দেন পূজা। ছবিতে পূজার সঙ্গে তার মা কেও দেখা যায়। তবে সিনেমার শুটিংয়ে নয়, জানা যায় কলকাতায় অনুষ্ঠিত ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ এ অংশ নিতে কলকাতা গেছেন তিনি। আগামীকাল ২৮ এপ্রিল কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে ঢাকা ও কলকাতার তারকাদের সম্মাননা জানাবে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। সে অনুষ্ঠানে অংশ নিতেই আজ ঢাকা ছেড়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত