বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিন হাঁটুর সমস্যায় ভুগছেন আফরান নিশো। সঙ্গে আছে মেরুদণ্ডের সমস্যা। তবে প্রকাশ্যে তা বলেননি কখনো। এ মাসের শুরুর দিকে একটি অনুষ্ঠানে বিষয়টি প্রথম জানান নিশো। বলেন, ‘আমাকে ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে হাঁটুর সার্জারি করাতে হবে।’ বিষয়টি জানার পর থেকেই উদ্বেগে নিশোর ভক্তরা। সবাইকে আশ্বস্ত করে সম্প্রতি নিশো জানালেন, তিনি এখন অনেকটাই ভালো আছেন।
আফরান নিশো বলেন, ‘পা এখন মোটামুটি ঠিক আছে। তবে পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যে লিগামেন্ট ইস্যু আছে, সেটা সার্জারি করাতে হবে। আর স্পাইনে কিছু সমস্যা আছে। সেটার জন্য থেরাপি আর এক্সারসাইজের সাহায্য নিতে হবে। আমি সব সময় নিচু হয়ে বসে থাকি, এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ। এসব অভ্যাস থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি, তাহলে একটু আরামের জীবনযাপন করতে পারব।’
আফরান নিশো জানান, প্রায় সাত-আট বছর আগে একটি নাটকের শুটিংয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকেই জটিলতার শুরু। নিশো বলেন, ‘আমি নিজের সীমাবদ্ধতা কিংবা কষ্টের কথা কখনো শেয়ার করি না। নিজে নিজে সমাধান করার চেষ্টা করি। কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে ভেঙে পড়তে দিই না। সাত-আট বছর আগে কাউলাতে শুটিং করতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি। হাঁটুতে মারাত্মক আঘাত পাই। সেই সময় চিকিৎসক আমাকে বলেছিলেন ৩০ দিনের রেস্ট নিতে।’
তবে ব্যস্ত শিডিউলের কারণে মাত্র তিন দিনের বিশ্রাম নিতে পেরেছিলেন নিশো। তিন দিন পরই শুটিংয়ে ফিরতে হয় তাঁকে। নিশো বলেন, ‘ওই সময় এক মাস শুটিংয়ে গ্যাপ দেওয়া মানে হলো বড় অপরাধে অপরাধী হয়ে যাওয়া। তা ছাড়া, আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম। কাজ চালিয়ে যাচ্ছিলাম, আর লিগামেন্ট ইস্যু যেহেতু, তাই কিছু এক্সারসাইজ করতাম। একটা পর্যায়ে আমি ভেবে নিয়েছিলাম, হয়তো পা ঠিক হয়ে গেছে।’
তবে পুরোপুরি ঠিক হয়নি। মাঝে মাঝেই হাঁটুর সমস্যা কাবু করে ফেলে নিশোকে। গত কয়েক বছরে বেশ কয়েকবার বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে। নিশো বলেন, ‘এটা অনেকটা ইলেকট্রিক শকের মতো। যখন হয়, তখন ইলেকট্রিক শকের মতো আমাকে ফেলে দেয়। আশফাক নিপুনের একটা কাজ করতে গিয়ে এমনটা হয়েছে, অমির একটা কাজের সময় হয়েছে। তখন আমি নাটক করি। ‘সুড়ঙ্গ’ সিনেমার পর যখন ক্রিকেট খেলতে গেলাম, তখন একবার অ্যাক্সিডেন্ট ঘটে। তারপরও আমি সব সময় ভাবি, আমি ঠিক হয়ে গেছি। সর্বশেষ কিছু দিন আগে আমার ছেলের সঙ্গে বাসায় ফুটবল খেলছিলাম। তখন একটু বাজেভাবেই ইনজুরড হই। সব মিলিয়ে মনে হচ্ছে, আমার রেস্টে থাকাটা ইমপরট্যান্ট।’
নিশো সিদ্ধান্ত নিয়েছেন হাঁটুর অস্ত্রোপচার করিয়ে, পুরোপুরি সুস্থ হয়ে তবেই শুটিংয়ে ফিরবেন। কারণ, এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। যদিও অক্টোবরের শেষ দিকে রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর।
এরই মধ্যে ওয়েব সিরিজ নিয়ে ফিরেছেন আফরান নিশো। আগামী ৪ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পাবে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘আকা’। ভিকি জাহেদ পরিচালিত এ সিরিজে আরও আছেন মাসুমা রহমান নাবিলা, ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু প্রমুখ।
দীর্ঘদিন হাঁটুর সমস্যায় ভুগছেন আফরান নিশো। সঙ্গে আছে মেরুদণ্ডের সমস্যা। তবে প্রকাশ্যে তা বলেননি কখনো। এ মাসের শুরুর দিকে একটি অনুষ্ঠানে বিষয়টি প্রথম জানান নিশো। বলেন, ‘আমাকে ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে হাঁটুর সার্জারি করাতে হবে।’ বিষয়টি জানার পর থেকেই উদ্বেগে নিশোর ভক্তরা। সবাইকে আশ্বস্ত করে সম্প্রতি নিশো জানালেন, তিনি এখন অনেকটাই ভালো আছেন।
আফরান নিশো বলেন, ‘পা এখন মোটামুটি ঠিক আছে। তবে পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যে লিগামেন্ট ইস্যু আছে, সেটা সার্জারি করাতে হবে। আর স্পাইনে কিছু সমস্যা আছে। সেটার জন্য থেরাপি আর এক্সারসাইজের সাহায্য নিতে হবে। আমি সব সময় নিচু হয়ে বসে থাকি, এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ। এসব অভ্যাস থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি, তাহলে একটু আরামের জীবনযাপন করতে পারব।’
আফরান নিশো জানান, প্রায় সাত-আট বছর আগে একটি নাটকের শুটিংয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকেই জটিলতার শুরু। নিশো বলেন, ‘আমি নিজের সীমাবদ্ধতা কিংবা কষ্টের কথা কখনো শেয়ার করি না। নিজে নিজে সমাধান করার চেষ্টা করি। কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে ভেঙে পড়তে দিই না। সাত-আট বছর আগে কাউলাতে শুটিং করতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি। হাঁটুতে মারাত্মক আঘাত পাই। সেই সময় চিকিৎসক আমাকে বলেছিলেন ৩০ দিনের রেস্ট নিতে।’
তবে ব্যস্ত শিডিউলের কারণে মাত্র তিন দিনের বিশ্রাম নিতে পেরেছিলেন নিশো। তিন দিন পরই শুটিংয়ে ফিরতে হয় তাঁকে। নিশো বলেন, ‘ওই সময় এক মাস শুটিংয়ে গ্যাপ দেওয়া মানে হলো বড় অপরাধে অপরাধী হয়ে যাওয়া। তা ছাড়া, আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম। কাজ চালিয়ে যাচ্ছিলাম, আর লিগামেন্ট ইস্যু যেহেতু, তাই কিছু এক্সারসাইজ করতাম। একটা পর্যায়ে আমি ভেবে নিয়েছিলাম, হয়তো পা ঠিক হয়ে গেছে।’
তবে পুরোপুরি ঠিক হয়নি। মাঝে মাঝেই হাঁটুর সমস্যা কাবু করে ফেলে নিশোকে। গত কয়েক বছরে বেশ কয়েকবার বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে। নিশো বলেন, ‘এটা অনেকটা ইলেকট্রিক শকের মতো। যখন হয়, তখন ইলেকট্রিক শকের মতো আমাকে ফেলে দেয়। আশফাক নিপুনের একটা কাজ করতে গিয়ে এমনটা হয়েছে, অমির একটা কাজের সময় হয়েছে। তখন আমি নাটক করি। ‘সুড়ঙ্গ’ সিনেমার পর যখন ক্রিকেট খেলতে গেলাম, তখন একবার অ্যাক্সিডেন্ট ঘটে। তারপরও আমি সব সময় ভাবি, আমি ঠিক হয়ে গেছি। সর্বশেষ কিছু দিন আগে আমার ছেলের সঙ্গে বাসায় ফুটবল খেলছিলাম। তখন একটু বাজেভাবেই ইনজুরড হই। সব মিলিয়ে মনে হচ্ছে, আমার রেস্টে থাকাটা ইমপরট্যান্ট।’
নিশো সিদ্ধান্ত নিয়েছেন হাঁটুর অস্ত্রোপচার করিয়ে, পুরোপুরি সুস্থ হয়ে তবেই শুটিংয়ে ফিরবেন। কারণ, এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। যদিও অক্টোবরের শেষ দিকে রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর।
এরই মধ্যে ওয়েব সিরিজ নিয়ে ফিরেছেন আফরান নিশো। আগামী ৪ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পাবে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘আকা’। ভিকি জাহেদ পরিচালিত এ সিরিজে আরও আছেন মাসুমা রহমান নাবিলা, ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু প্রমুখ।
সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
১ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১৪ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১৪ ঘণ্টা আগে