ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি।
তুফান সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন, ‘ট্রেলার রেডি, গান রেডি! পরিচালক রায়হান রাফীর অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি বললেন, “মুক্তির আগে আর কিছুই দরকার নেই।” তা-ও শাহরিয়ার শাকিলকে (প্রযোজক) বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন।’ পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। একজন লিখেছেন, ‘সিনেমা ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে ঈদের আগে।’ আরেকজন লিখেছেন, ‘তার মানে ট্রেলার, আর গান আর আসছে না! তুফান কি শুধুই শাকিবিয়ানরা দেখবে?
সবার কাছে তুফান পৌঁছানোর জন্য এবং তাদের হলে আনার জন্য প্রচারণা আরও দরকার। কিন্তু তুফান টিম কোনো প্রচারণা আর করছে না। কেমন জানি হাইপ কমে যাচ্ছে।’
এর আগে গত দুই ঈদে ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয় শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার টিজার এবং ‘লাগে উরাধুরা’ ও ‘তুফান’ শিরোনামের দুটি গান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা।
তুফানে শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টালিউডের মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি।
তুফান সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন, ‘ট্রেলার রেডি, গান রেডি! পরিচালক রায়হান রাফীর অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি বললেন, “মুক্তির আগে আর কিছুই দরকার নেই।” তা-ও শাহরিয়ার শাকিলকে (প্রযোজক) বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন।’ পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। একজন লিখেছেন, ‘সিনেমা ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে ঈদের আগে।’ আরেকজন লিখেছেন, ‘তার মানে ট্রেলার, আর গান আর আসছে না! তুফান কি শুধুই শাকিবিয়ানরা দেখবে?
সবার কাছে তুফান পৌঁছানোর জন্য এবং তাদের হলে আনার জন্য প্রচারণা আরও দরকার। কিন্তু তুফান টিম কোনো প্রচারণা আর করছে না। কেমন জানি হাইপ কমে যাচ্ছে।’
এর আগে গত দুই ঈদে ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয় শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার টিজার এবং ‘লাগে উরাধুরা’ ও ‘তুফান’ শিরোনামের দুটি গান। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা।
তুফানে শাকিবের নায়িকা হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও টালিউডের মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
১ ঘণ্টা আগেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
১ ঘণ্টা আগেসংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
৪ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৬ ঘণ্টা আগে