Ajker Patrika

বুবলীর সঙ্গে তাপসের প্রেম, ফেসবুকে ভাইরাল মুন্নির পোস্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৬: ৩০
Thumbnail image

আজ শনিবার ভোর থেকে ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেই পোস্টে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। ফারজানা মুন্নির ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে লেখা হয়, ‘তাপস ও বুবলীর মধ্যে প্রেম চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তাঁর টার্গেট তাপস। আমার কিছু হলে তাপস ও বুবলী দায়ী থাকবে।’

শনিবার ভোরের দিকে দেওয়া এ স্ট্যাটাস পরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তার আগেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল অনলাইনে। এ স্ক্রিনশট শেয়ার করে অনেকে বুবলী ও তাপসকে তুলোধোনা করছেন। বিষয়টি নিয়ে জানতে ফারজানা মুন্নি, তাপস ও বুবলীকে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তাপস ও মুন্নির প্রতিষ্ঠান গানবাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ ঈর্ষান্বিত হয়ে ফেসবুক হ্যাক করে ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে এমনটা করেছেন। আইডি হ্যাকড হয়েছিল, সেটা উদ্ধারের চেষ্টা চলছে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ফারজানা মুন্নির পোস্ট। ছবি: সংগৃহীতউল্লেখ্য, তাপস ও মুন্নির প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস থেকে ‘খেলা হবে’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা বুবলীর। গত মাসে তানিম রহমান অংশুর পরিচালনায় এ সিনেমার শুটিংয়ে ভারত যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে। তবে শুটিং শুরুর আগেই প্রযোজক ও নায়িকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ায় সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফারজানা মুন্নি ও কৌশিক হোসেন তাপস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত