আদরের পোষা প্রাণী হারালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি যশ ও নুসরাত। আজ রোববার নিজের ইনস্টাগ্রামে পোষা প্রাণী হ্যাপির মৃত্যুসংবাদ প্রকাশ করে আবেগতাড়িত হয়ে পড়েন নুসরাত। সন্তান সম্বোধন করা হ্যাপিকে ঘিরে যশ-নুসরাত মেতে উঠতেন আনন্দে। তার মৃত্যুতে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন নুসরাত জাহান।
ইনস্টাগ্রামে হ্যাপির সঙ্গে ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘আমাদের বাড়িতে একজন নেই। আমরা দিনরাত সেটা অনুভব করছি। আমরা জানি শক্তি সঞ্চয় করতে খানিকটা সময় লাগবে। অমাদের এক টুকরো তোমার সঙ্গে নিয়ে গেলে। তুমি আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি এনেছিলে। সুখ-দুঃখে আমাদের নিরন্তর সঙ্গী হয়েছিলে।’
নুসরাত আরও বলেন, ‘যারা আমাদের ছেড়ে চলে যায়, তারা প্রতিদিন নীরবেই আমাদের পাশে হাঁটে। এখনো ভালোবাসি। এখনো তোমাকে মিস করি। আর তুমি আমাদের সব সময়কার প্রিয়। আমাদের আদরের ছেলে। মা-বাবা অপেক্ষা করবে যতক্ষণ না আবার ওপারে দেখা হবে। আমরা তোমাকে খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, গর্ভাবস্থার সময় থেকেই যশের পোষ্য হ্যাপির সঙ্গে নুসরাতের প্রিয় সঙ্গী হয়ে যায়। প্রিয় পোষ্য হ্যাপির সঙ্গে একাধিকবার যশ ও নুসরাতকে দেখা গেছে। কখনো সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার কখনো বা অবসরে হ্যাপির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুই তারকাকে।
যশ-নুসরাতের বাড়িতে দুটি পোষ্য-হ্যাপি এবং ব্রুয়াস। দিন দু-এক আগেও নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছিল তাদের। হ্যাপির চলে যাওয়ায় বেশ মন খারাপ যশ-নুসরাতের।
আদরের পোষা প্রাণী হারালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি যশ ও নুসরাত। আজ রোববার নিজের ইনস্টাগ্রামে পোষা প্রাণী হ্যাপির মৃত্যুসংবাদ প্রকাশ করে আবেগতাড়িত হয়ে পড়েন নুসরাত। সন্তান সম্বোধন করা হ্যাপিকে ঘিরে যশ-নুসরাত মেতে উঠতেন আনন্দে। তার মৃত্যুতে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন নুসরাত জাহান।
ইনস্টাগ্রামে হ্যাপির সঙ্গে ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘আমাদের বাড়িতে একজন নেই। আমরা দিনরাত সেটা অনুভব করছি। আমরা জানি শক্তি সঞ্চয় করতে খানিকটা সময় লাগবে। অমাদের এক টুকরো তোমার সঙ্গে নিয়ে গেলে। তুমি আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি এনেছিলে। সুখ-দুঃখে আমাদের নিরন্তর সঙ্গী হয়েছিলে।’
নুসরাত আরও বলেন, ‘যারা আমাদের ছেড়ে চলে যায়, তারা প্রতিদিন নীরবেই আমাদের পাশে হাঁটে। এখনো ভালোবাসি। এখনো তোমাকে মিস করি। আর তুমি আমাদের সব সময়কার প্রিয়। আমাদের আদরের ছেলে। মা-বাবা অপেক্ষা করবে যতক্ষণ না আবার ওপারে দেখা হবে। আমরা তোমাকে খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, গর্ভাবস্থার সময় থেকেই যশের পোষ্য হ্যাপির সঙ্গে নুসরাতের প্রিয় সঙ্গী হয়ে যায়। প্রিয় পোষ্য হ্যাপির সঙ্গে একাধিকবার যশ ও নুসরাতকে দেখা গেছে। কখনো সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার কখনো বা অবসরে হ্যাপির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুই তারকাকে।
যশ-নুসরাতের বাড়িতে দুটি পোষ্য-হ্যাপি এবং ব্রুয়াস। দিন দু-এক আগেও নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছিল তাদের। হ্যাপির চলে যাওয়ায় বেশ মন খারাপ যশ-নুসরাতের।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
৬ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
৬ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
৬ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১৯ ঘণ্টা আগে