Ajker Patrika

ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৬: ১১
Thumbnail image

নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রিতে ব্যস্ত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। আজ শুক্রবার রমজানের প্রথম দিন বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে ‘রেস্টুরেন্ট ফারিশতা’–এর সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিক্রির দৃশ্য দেখান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী রকিব সরকার। 

গত বছর রেস্টুরেন্ট ব্যবসায় নামেন মাহি। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপাড়া বাজারে মাহির রেস্টুরেন্ট ফারিশতা। গত বছরও মাহিকে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিক্রি তদারকি করতে দেখা গিয়েছিল। 

রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি ইফতার সামগ্রী বিক্রি দেখান। বিভিন্ন সামগ্রীর বর্ণনা দেন। একপর্যায়ে স্বামী রকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, ‘এবার তুমি কিছু বলো।’ রমজানের শুভেচ্ছা জানিয়ে রকিব সরকার বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা ইফতার সামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।’ 

ইফতার বিক্রিতে ব্যস্ত মাহিয়া মাহিগত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মাহি। যদিও গ্রেপ্তারের দিনেই জামিন পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। বাসন থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে মাহি ও তাঁর স্বামীকে আসামি করে এ মামলা করেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত