Ajker Patrika

‘বিচ্ছেদ’ ভুলে একসঙ্গে ছেলের ১০ মাস উদ্‌যাপন করলেন রাজ-পরী

আপডেট : ১১ জুন ২০২৩, ১৯: ১৭
‘বিচ্ছেদ’ ভুলে একসঙ্গে ছেলের ১০ মাস উদ্‌যাপন করলেন রাজ-পরী

ভিডিও ফাঁসের ঘটনায় কয়েক দিন আগে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ ছিল ‘টক অব দ্য টাউন’। সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছিল নানা বক্তব্য। রাজের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে হইচই বাঁধিয়ে দেন পরীমণি। এমনকি রাজের সঙ্গে আর ঘর করা হবে না এমন ঘোষণাও দিয়েছিলেন। দুজনের বক্তব্যে এও উঠেছে এসেছে, তাদের ‘ডিভোর্স’ শুধু সময়ের সময়ের ব্যাপার মাত্র।

তবে সবাইকে অবাক করে দিয়ে আবারও এক হয়েছেন পরীমণি ও রাজ। পরীমণির ফেসবুক পোস্ট ও ভিডিও থেকে সেটিই স্পষ্ট। উপলক্ষ তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া। আর এই কারণের একসঙ্গে হয়েছিলেন তারা।

আজ রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানেই ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি হাস্যোজ্জ্বল ভাবে দেখা মিলল তাদের।

ভিডিওটি পোস্ট করে পরীমণি লেখেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। শুভ দশ মাস বাপজান।’

এরপর এই চিত্রনায়িকা আরও লেখেন, ‘মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস এতটুকুই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। তবে ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায় তাদের মধ্যে। আর এই দাম্পত্য কলহের কারণে ফের রাজের সঙ্গে পরী বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত