বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভিডিও ফাঁসের ঘটনায় কয়েক দিন আগে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ ছিল ‘টক অব দ্য টাউন’। সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছিল নানা বক্তব্য। রাজের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে হইচই বাঁধিয়ে দেন পরীমণি। এমনকি রাজের সঙ্গে আর ঘর করা হবে না এমন ঘোষণাও দিয়েছিলেন। দুজনের বক্তব্যে এও উঠেছে এসেছে, তাদের ‘ডিভোর্স’ শুধু সময়ের সময়ের ব্যাপার মাত্র।
তবে সবাইকে অবাক করে দিয়ে আবারও এক হয়েছেন পরীমণি ও রাজ। পরীমণির ফেসবুক পোস্ট ও ভিডিও থেকে সেটিই স্পষ্ট। উপলক্ষ তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া। আর এই কারণের একসঙ্গে হয়েছিলেন তারা।
আজ রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানেই ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি হাস্যোজ্জ্বল ভাবে দেখা মিলল তাদের।
ভিডিওটি পোস্ট করে পরীমণি লেখেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। শুভ দশ মাস বাপজান।’
এরপর এই চিত্রনায়িকা আরও লেখেন, ‘মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস এতটুকুই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। তবে ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায় তাদের মধ্যে। আর এই দাম্পত্য কলহের কারণে ফের রাজের সঙ্গে পরী বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে।
ভিডিও ফাঁসের ঘটনায় কয়েক দিন আগে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ ছিল ‘টক অব দ্য টাউন’। সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছিল নানা বক্তব্য। রাজের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে হইচই বাঁধিয়ে দেন পরীমণি। এমনকি রাজের সঙ্গে আর ঘর করা হবে না এমন ঘোষণাও দিয়েছিলেন। দুজনের বক্তব্যে এও উঠেছে এসেছে, তাদের ‘ডিভোর্স’ শুধু সময়ের সময়ের ব্যাপার মাত্র।
তবে সবাইকে অবাক করে দিয়ে আবারও এক হয়েছেন পরীমণি ও রাজ। পরীমণির ফেসবুক পোস্ট ও ভিডিও থেকে সেটিই স্পষ্ট। উপলক্ষ তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া। আর এই কারণের একসঙ্গে হয়েছিলেন তারা।
আজ রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। সেখানেই ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি হাস্যোজ্জ্বল ভাবে দেখা মিলল তাদের।
ভিডিওটি পোস্ট করে পরীমণি লেখেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। শুভ দশ মাস বাপজান।’
এরপর এই চিত্রনায়িকা আরও লেখেন, ‘মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস এতটুকুই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে রাজ্য। তবে ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায় তাদের মধ্যে। আর এই দাম্পত্য কলহের কারণে ফের রাজের সঙ্গে পরী বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের জন্য একসঙ্গে দেখা গেল এই দম্পতিকে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৮ ঘণ্টা আগে