অবশেষে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল নির্মাতা রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই রোম্যান্টিক ছবি। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। প্রভাস ও পূজা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করে আজ বুধবার মুক্তির দিন ঘোষণা করেছেন। আর সেই কাঙ্ক্ষিত দিনটি আসছে ১১ মার্চ।
দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে প্রভাসের নতুন রোম্যান্টিক ঘরাণার ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় মুক্তি পায়নি বাহুবলী তারকা প্রভাসের নতুন কোনো ছবি। তাই তাঁর ভক্তরা যে ‘রাধে শ্যাম‘ দেখতে মুখিয়ে আছেন, সে আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে ‘রাধে শ্যাম’ মুক্তির কথা ছিল গত ১৪ জানুয়ারি। এমনটা গত বছর ঘোষণা করেছিলেন ছবিটির প্রযোজকেরা। মুক্তি পেয়েছিল ট্রেলারও। কিন্তু বছর শেষে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে পিছিয়ে যায় ‘রাধে শ্যাম‘ ছবির মুক্তি। পিছিয়ে যায় বাহুবলীখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির আলোচিত ছবি ‘আরআরআর’ মুক্তির দিনও।
তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে ‘আরআরআর’ মুক্তির তারিখ। আগামী ২৫ মার্চ বড় পর্দায় আসছে বিপুল বাজেটের এই ছবি।
অবশেষে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল নির্মাতা রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই রোম্যান্টিক ছবি। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। প্রভাস ও পূজা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করে আজ বুধবার মুক্তির দিন ঘোষণা করেছেন। আর সেই কাঙ্ক্ষিত দিনটি আসছে ১১ মার্চ।
দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে প্রভাসের নতুন রোম্যান্টিক ঘরাণার ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় মুক্তি পায়নি বাহুবলী তারকা প্রভাসের নতুন কোনো ছবি। তাই তাঁর ভক্তরা যে ‘রাধে শ্যাম‘ দেখতে মুখিয়ে আছেন, সে আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে ‘রাধে শ্যাম’ মুক্তির কথা ছিল গত ১৪ জানুয়ারি। এমনটা গত বছর ঘোষণা করেছিলেন ছবিটির প্রযোজকেরা। মুক্তি পেয়েছিল ট্রেলারও। কিন্তু বছর শেষে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে পিছিয়ে যায় ‘রাধে শ্যাম‘ ছবির মুক্তি। পিছিয়ে যায় বাহুবলীখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির আলোচিত ছবি ‘আরআরআর’ মুক্তির দিনও।
তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে ‘আরআরআর’ মুক্তির তারিখ। আগামী ২৫ মার্চ বড় পর্দায় আসছে বিপুল বাজেটের এই ছবি।
চন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
২৬ মিনিট আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৪ ঘণ্টা আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে