অবশেষে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল নির্মাতা রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই রোম্যান্টিক ছবি। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। প্রভাস ও পূজা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করে আজ বুধবার মুক্তির দিন ঘোষণা করেছেন। আর সেই কাঙ্ক্ষিত দিনটি আসছে ১১ মার্চ।
দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে প্রভাসের নতুন রোম্যান্টিক ঘরাণার ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় মুক্তি পায়নি বাহুবলী তারকা প্রভাসের নতুন কোনো ছবি। তাই তাঁর ভক্তরা যে ‘রাধে শ্যাম‘ দেখতে মুখিয়ে আছেন, সে আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে ‘রাধে শ্যাম’ মুক্তির কথা ছিল গত ১৪ জানুয়ারি। এমনটা গত বছর ঘোষণা করেছিলেন ছবিটির প্রযোজকেরা। মুক্তি পেয়েছিল ট্রেলারও। কিন্তু বছর শেষে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে পিছিয়ে যায় ‘রাধে শ্যাম‘ ছবির মুক্তি। পিছিয়ে যায় বাহুবলীখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির আলোচিত ছবি ‘আরআরআর’ মুক্তির দিনও।
তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে ‘আরআরআর’ মুক্তির তারিখ। আগামী ২৫ মার্চ বড় পর্দায় আসছে বিপুল বাজেটের এই ছবি।
অবশেষে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল নির্মাতা রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই রোম্যান্টিক ছবি। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। প্রভাস ও পূজা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করে আজ বুধবার মুক্তির দিন ঘোষণা করেছেন। আর সেই কাঙ্ক্ষিত দিনটি আসছে ১১ মার্চ।
দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে প্রভাসের নতুন রোম্যান্টিক ঘরাণার ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় মুক্তি পায়নি বাহুবলী তারকা প্রভাসের নতুন কোনো ছবি। তাই তাঁর ভক্তরা যে ‘রাধে শ্যাম‘ দেখতে মুখিয়ে আছেন, সে আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে ‘রাধে শ্যাম’ মুক্তির কথা ছিল গত ১৪ জানুয়ারি। এমনটা গত বছর ঘোষণা করেছিলেন ছবিটির প্রযোজকেরা। মুক্তি পেয়েছিল ট্রেলারও। কিন্তু বছর শেষে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে পিছিয়ে যায় ‘রাধে শ্যাম‘ ছবির মুক্তি। পিছিয়ে যায় বাহুবলীখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির আলোচিত ছবি ‘আরআরআর’ মুক্তির দিনও।
তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে ‘আরআরআর’ মুক্তির তারিখ। আগামী ২৫ মার্চ বড় পর্দায় আসছে বিপুল বাজেটের এই ছবি।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৬ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
৬ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৭ ঘণ্টা আগে