Ajker Patrika

প্রভাসের ‘রাধে শ্যাম’ মুক্তি পাচ্ছে মার্চে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৭
প্রভাসের ‘রাধে শ্যাম’ মুক্তি পাচ্ছে মার্চে

অবশেষে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল নির্মাতা রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই রোম্যান্টিক ছবি। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। প্রভাস ও পূজা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করে আজ বুধবার মুক্তির দিন ঘোষণা করেছেন। আর সেই কাঙ্ক্ষিত দিনটি আসছে ১১ মার্চ।

দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে প্রভাসের নতুন রোম্যান্টিক ঘরাণার ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় মুক্তি পায়নি বাহুবলী তারকা প্রভাসের নতুন কোনো ছবি। তাই তাঁর ভক্তরা যে ‘রাধে শ্যাম‘ দেখতে মুখিয়ে আছেন, সে আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে ‘রাধে শ্যাম’ মুক্তির কথা ছিল গত ১৪ জানুয়ারি। এমনটা গত বছর ঘোষণা করেছিলেন ছবিটির প্রযোজকেরা। মুক্তি পেয়েছিল ট্রেলারও। কিন্তু বছর শেষে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে পিছিয়ে যায় ‘রাধে শ্যাম‘ ছবির মুক্তি। পিছিয়ে যায় বাহুবলীখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির আলোচিত ছবি ‘আরআরআর’ মুক্তির দিনও।

তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে ‘আরআরআর’ মুক্তির তারিখ। আগামী ২৫ মার্চ বড় পর্দায় আসছে বিপুল বাজেটের এই ছবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত