বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড ও দক্ষিণী সিনেমায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘থালাইভি’, ‘আশ্চর্য’, ‘মায়েস্ত্রো’র মতো বড় বাজেটের সিনেমা। সেসব শুটিং শেষ করে ফের কাজ শুরু করেছেন কলকাতায়।
প্রায় দুই বছর পর ‘বাবা, বেবি ও’ দিয়ে কলকাতার ছবিতে ফিরলেন যীশু। শুটিং শেষ। কয়েকটি কারণে প্রত্যাশা বাড়াচ্ছে ছবিটি। প্রথমত, এই সিনেমার জুটি। যীশু-সোলাঙ্কির পর্দার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। সোলাঙ্কি রায় সিরিয়াল জগতের পরিচিত মুখ।
ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের জুটি। ছবিটির মূল চরিত্রে দুই শিশু। তাঁদের ঘিরেই গল্প। পর্দায় এই দুই শিশু যীশুর সন্তান। ছবির সেটে সারাক্ষণ সামলাতে হয়েছে দুই শিশুকে।
ছবিতে যে ৪০ বছরের ব্যক্তির গল্প উঠে আসবে, তাঁর নাম মেঘ। এই চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। তিনি বিয়ে করবেন না বলেই ঠিক করেন, কিন্তু বাবা হতে চান। আর তাই সারোগেসির মাধ্যমে তিনি যমজ সন্তানের বাবা হন।
পরবর্তীকালে ওই দুই সন্তানের বাবা মেঘ একটি মেয়ের প্রেমে পড়েন। যাঁর নাম বৃষ্টি। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোলাঙ্কিকে। তিনি আবার মেঘকে পছন্দ করলেও তাঁকে বিবাহিত ভেবে বসেন। আর আসল সমস্যা হলো এটাই যে বৃষ্টি বাচ্চা একেবারেই পছন্দ করে না। আর তা নিয়েই কমেডির মোড়কে রোমান্টিক সিনেমা ‘বাবা, বেবি ও’।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে যীশু সেনগুপ্ত বলেন, ‘আমি এর আগে কখনো এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। বাচ্চাদের নিয়ে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। সব সময় মন ভালো থাকে। একটা ইতিবাচক অনুভূতি কাজ করে। আমি প্রায় এক বছর পর আবার বাংলা ছবিতে কাজ করছি। সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল।’
লকডাউনে বাড়িতে বসেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন জিনিয়া সেন। ২১ মার্চ কলকাতায় শুরু হয়েছিল ছবির শুটিং। ৯ এপ্রিল শুটিংয়ের কাজ শেষ হয়েছে।
ছবির প্রযোজক নন্দিতা রায় বলছেন, ‘যীশু সেনগুপ্তর সঙ্গে শেষ কাজ করেছিলাম পোস্ত সিনেমায়। তারপর বাবা, বেবি ও। যীশুর সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে। এই সিনেমার বিষয়বস্তু বেশ অন্য রকম। জিনিয়া চিত্রনাট্য বেশ গুছিয়ে লিখেছেন। আর মেঘের চরিত্রটার জন্য যীশুর থেকে ভালো আর কেউ হতে পারত না।’
উইন্ডোজ প্রযোজিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা ‘বেলা শুরু’ মুক্তি পাওয়ার কথা এই মাসের শেষে। প্রযোজনা সংস্থার পরিকল্পনা এরপরই মুক্তি পাবে ‘লক্ষ্মীছেলে’।
ঢাকা: বলিউড ও দক্ষিণী সিনেমায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘থালাইভি’, ‘আশ্চর্য’, ‘মায়েস্ত্রো’র মতো বড় বাজেটের সিনেমা। সেসব শুটিং শেষ করে ফের কাজ শুরু করেছেন কলকাতায়।
প্রায় দুই বছর পর ‘বাবা, বেবি ও’ দিয়ে কলকাতার ছবিতে ফিরলেন যীশু। শুটিং শেষ। কয়েকটি কারণে প্রত্যাশা বাড়াচ্ছে ছবিটি। প্রথমত, এই সিনেমার জুটি। যীশু-সোলাঙ্কির পর্দার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। সোলাঙ্কি রায় সিরিয়াল জগতের পরিচিত মুখ।
ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের জুটি। ছবিটির মূল চরিত্রে দুই শিশু। তাঁদের ঘিরেই গল্প। পর্দায় এই দুই শিশু যীশুর সন্তান। ছবির সেটে সারাক্ষণ সামলাতে হয়েছে দুই শিশুকে।
ছবিতে যে ৪০ বছরের ব্যক্তির গল্প উঠে আসবে, তাঁর নাম মেঘ। এই চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। তিনি বিয়ে করবেন না বলেই ঠিক করেন, কিন্তু বাবা হতে চান। আর তাই সারোগেসির মাধ্যমে তিনি যমজ সন্তানের বাবা হন।
পরবর্তীকালে ওই দুই সন্তানের বাবা মেঘ একটি মেয়ের প্রেমে পড়েন। যাঁর নাম বৃষ্টি। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোলাঙ্কিকে। তিনি আবার মেঘকে পছন্দ করলেও তাঁকে বিবাহিত ভেবে বসেন। আর আসল সমস্যা হলো এটাই যে বৃষ্টি বাচ্চা একেবারেই পছন্দ করে না। আর তা নিয়েই কমেডির মোড়কে রোমান্টিক সিনেমা ‘বাবা, বেবি ও’।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে যীশু সেনগুপ্ত বলেন, ‘আমি এর আগে কখনো এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। বাচ্চাদের নিয়ে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। সব সময় মন ভালো থাকে। একটা ইতিবাচক অনুভূতি কাজ করে। আমি প্রায় এক বছর পর আবার বাংলা ছবিতে কাজ করছি। সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল।’
লকডাউনে বাড়িতে বসেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন জিনিয়া সেন। ২১ মার্চ কলকাতায় শুরু হয়েছিল ছবির শুটিং। ৯ এপ্রিল শুটিংয়ের কাজ শেষ হয়েছে।
ছবির প্রযোজক নন্দিতা রায় বলছেন, ‘যীশু সেনগুপ্তর সঙ্গে শেষ কাজ করেছিলাম পোস্ত সিনেমায়। তারপর বাবা, বেবি ও। যীশুর সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে। এই সিনেমার বিষয়বস্তু বেশ অন্য রকম। জিনিয়া চিত্রনাট্য বেশ গুছিয়ে লিখেছেন। আর মেঘের চরিত্রটার জন্য যীশুর থেকে ভালো আর কেউ হতে পারত না।’
উইন্ডোজ প্রযোজিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা ‘বেলা শুরু’ মুক্তি পাওয়ার কথা এই মাসের শেষে। প্রযোজনা সংস্থার পরিকল্পনা এরপরই মুক্তি পাবে ‘লক্ষ্মীছেলে’।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৫ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৮ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৯ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৯ ঘণ্টা আগে