Ajker Patrika

যীশুর শিশুপ্রেম

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ মে ২০২১, ১০: ৩০
Thumbnail image

ঢাকা: বলিউড ও দক্ষিণী সিনেমায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘থালাইভি’, ‘আশ্চর্য’, ‘মায়েস্ত্রো’র মতো বড় বাজেটের সিনেমা। সেসব শুটিং শেষ করে ফের কাজ শুরু করেছেন কলকাতায়।
প্রায় দুই বছর পর ‘বাবা, বেবি ও’ দিয়ে কলকাতার ছবিতে ফিরলেন যীশু। শুটিং শেষ। কয়েকটি কারণে প্রত্যাশা বাড়াচ্ছে ছবিটি। প্রথমত, এই সিনেমার জুটি। যীশু-সোলাঙ্কির পর্দার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। সোলাঙ্কি রায় সিরিয়াল জগতের পরিচিত মুখ।
ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের জুটি। ছবিটির মূল চরিত্রে দুই শিশু। তাঁদের ঘিরেই গল্প। পর্দায় এই দুই শিশু যীশুর সন্তান। ছবির সেটে সারাক্ষণ সামলাতে হয়েছে দুই শিশুকে।

ছবিতে যে ৪০ বছরের ব্যক্তির গল্প উঠে আসবে, তাঁর নাম মেঘ। এই চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। তিনি বিয়ে করবেন না বলেই ঠিক করেন, কিন্তু বাবা হতে চান। আর তাই সারোগেসির মাধ্যমে তিনি যমজ সন্তানের বাবা হন।

পরবর্তীকালে ওই দুই সন্তানের বাবা মেঘ একটি মেয়ের প্রেমে পড়েন। যাঁর নাম বৃষ্টি। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোলাঙ্কিকে। তিনি আবার মেঘকে পছন্দ করলেও তাঁকে বিবাহিত ভেবে বসেন। আর আসল সমস্যা হলো এটাই যে বৃষ্টি বাচ্চা একেবারেই পছন্দ করে না। আর তা নিয়েই কমেডির মোড়কে রোমান্টিক সিনেমা ‘বাবা, বেবি ও’।

যীশু সেনগুপ্ত। ছবি: ফেসবুকইন্ডিয়ান এক্সপ্রেসকে যীশু সেনগুপ্ত বলেন, ‘আমি এর আগে কখনো এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। বাচ্চাদের নিয়ে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। সব সময় মন ভালো থাকে। একটা ইতিবাচক অনুভূতি কাজ করে। আমি প্রায় এক বছর পর আবার বাংলা ছবিতে কাজ করছি। সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল।’

লকডাউনে বাড়িতে বসেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন জিনিয়া সেন। ২১ মার্চ কলকাতায় শুরু হয়েছিল ছবির শুটিং। ৯ এপ্রিল শুটিংয়ের কাজ শেষ হয়েছে।

ছবির প্রযোজক নন্দিতা রায় বলছেন, ‘যীশু সেনগুপ্তর সঙ্গে শেষ কাজ করেছিলাম পোস্ত সিনেমায়। তারপর বাবা, বেবি ও। যীশুর সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে। এই সিনেমার বিষয়বস্তু বেশ অন্য রকম। জিনিয়া চিত্রনাট্য বেশ গুছিয়ে লিখেছেন। আর মেঘের চরিত্রটার জন্য যীশুর থেকে ভালো আর কেউ হতে পারত না।’

উইন্ডোজ প্রযোজিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা ‘বেলা শুরু’ মুক্তি পাওয়ার কথা এই মাসের শেষে। প্রযোজনা সংস্থার পরিকল্পনা এরপরই মুক্তি পাবে ‘লক্ষ্মীছেলে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত