Ajker Patrika

বিবাদ ভুলে একসঙ্গে মৌসুমী–সানি–জায়েদ

বিবাদ ভুলে একসঙ্গে মৌসুমী–সানি–জায়েদ

২০১৯ সালে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন মৌসুমী ও জায়েদ খান। সেই নির্বাচনে মিশা সওদাগরের বিপরীতে সভাপতি পদে পরাজিত হন মৌসুমী। এরপর ওমর সানী-মৌসুমী এবং মিশা সওদাগর-জায়েদ খানরা একে অপরকে নিয়ে নানা মাধ্যমে নেতিবাচক কথাও বলেন। এবার সেই বিবাদ ভুলে একসঙ্গে অভিনয়ের সিদ্ধান্ত নিলেন তাঁরা। জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামের ছবিতে একসঙ্গে অভিনয় করবেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান।

এই পরিচালকের সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি, একটা ভালো ছবি হবে। বিবাদ নিয়ে কথা বলার কিছু নেই। আমরা একসঙ্গে কাজ করছি–সেটাই বড় কথা। পুরোনো ব্যাপার ঘাঁটতে চাচ্ছি না।

–মৌসুমী

ছবিতে জায়েদ খানের নায়িকার বড় বোনের চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। জায়েদ খান বলেন, ‘মৌসুমী জনপ্রিয় অভিনেত্রী। তাঁর কাজ দেখেই আমরা বড় হয়েছি। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা আনন্দের। নির্বাচনে কী হয়েছে, তা নিয়ে আমাদের মতো পেশাদার অভিনয়শিল্পীর এখন আর কোনো মাথাব্যথা নেই। আমরা আমাদের মতো মন দিয়ে অভিনয় করতে চাচ্ছি।’

‘সোনার চর’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খানঅন্যদিকে জাহিদ হোসেনের পরিচালনায় এর আগেও অভিনয় করেছেন মৌসুমী। তিনি বলেন, ‘আমার চরিত্রটা খুব সুন্দর। অভিনয়ের সুযোগ রয়েছে এতে। এই পরিচালকের সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি, সবাই মন দিয়ে কাজ করব। একটা ভালো ছবি হবে। বিবাদ নিয়ে কথা বলার কিছু নেই। আমরা একসঙ্গে কাজ করছি–সেটাই বড় কথা। পুরোনো ব্যাপার ঘাঁটতে চাচ্ছি না।’ সিনেমায় লাঠিয়াল চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী। তিনি বলেন, ‘করোনার এই সময়ে নতুন একটি ছবি তৈরি হবে, সেটাই আনন্দের। এর মধ্যে আমার চরিত্রটাও পছন্দ হয়েছে। ভালো গল্প বলে আগ্রহ নিয়ে কাজটি করতে রাজি হয়েছি।’

মৌসুমী জনপ্রিয় অভিনেত্রী। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা আনন্দের। নির্বাচনে কী হয়েছে, তা নিয়ে আমাদের মতো পেশাদার অভিনয়শিল্পীর এখন আর কোনো মাথাব্যথা নেই।

–জায়েদ খান

ছবির পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘ছবির গল্পের সময়কাল ১৯৭৫ থেকে ১৯৮১। এতে ওমর সানী-মৌসুমীকে একটু ভিন্ন চরিত্রে দেখা যাবে। জায়েদ খানও অভিনয় করবেন বেশ চ্যালেঞ্জিং এক চরিত্রে। পদ্মাপারের কোনো এলাকায় শুটিংয়ের পরিকল্পনা আছে।’

‘সোনার চর’ ছবিটি মূলত একটি প্রেমের গল্প। ছবিতে মোট ৬টি গান থাকবে। ছবির নায়িকা কে হবেন সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু করার কথা জানালেন নির্মাতা। তার আগেই নায়িকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

করোনার এই সময়ে নতুন একটি ছবি তৈরি হবে, সেটাই আনন্দের। এর মধ্যে আমার চরিত্রটাও পছন্দ হয়েছে। ভালো গল্প বলে আগ্রহ নিয়ে কাজটি করতে রাজি হয়েছি।

–ওমর সানী

জাহিদ হোসেনের ‘মাতৃত্ব’ ছবিটি পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। এ ছবিতে মৌসুমী ও প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা কুড়ায়। এরপর এই নির্মাতা বানিয়েছেন ‘লীলামন্থন’। দীর্ঘদিন পর এই চলচ্চিত্র নির্মাতা নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন। এক্সেল ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত