জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ছবির নাম ‘গলুই’। প্রথম দিনের শুটিংয়েই চমকে দিয়েছেন শাকিব খান। মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। শাকিব খানের শুটিংয়ে ছিল উপচে পড়া ভিড়। শুটিং ইউনিটের হিমশিম খেতে হয়েছে জনতার চাপ এড়াতে। পরিচালক অলিক বলেন, ‘এ লোকেশনে এর আগে শুটিং হয়নি। তাছাড়া শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই ভালোভাবে এই লোকেশনে প্রথমদিনের শুটিং শেষ হলো।’
‘গলুই’ ছবিতে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!
গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন। অলিকের ছবিতে অভিনয় করে এর আগে শাকিব খান জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাই নতুন এই ছবি নিয়ে শাকিবভক্তদের প্রত্যাশাও বেশ।
অলিক জানান, শাকিব খান নিজেকে পুরোপুরি ভেঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। দর্শকরা এক নতুন শাকিবকে দেখতে পাবে।
‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অভিনয় করছেন আজিজুল হাকিমসহ একঝাক অভিনয়শিল্পী। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ছবির নাম ‘গলুই’। প্রথম দিনের শুটিংয়েই চমকে দিয়েছেন শাকিব খান। মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। শাকিব খানের শুটিংয়ে ছিল উপচে পড়া ভিড়। শুটিং ইউনিটের হিমশিম খেতে হয়েছে জনতার চাপ এড়াতে। পরিচালক অলিক বলেন, ‘এ লোকেশনে এর আগে শুটিং হয়নি। তাছাড়া শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই ভালোভাবে এই লোকেশনে প্রথমদিনের শুটিং শেষ হলো।’
‘গলুই’ ছবিতে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!
গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন। অলিকের ছবিতে অভিনয় করে এর আগে শাকিব খান জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাই নতুন এই ছবি নিয়ে শাকিবভক্তদের প্রত্যাশাও বেশ।
অলিক জানান, শাকিব খান নিজেকে পুরোপুরি ভেঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। দর্শকরা এক নতুন শাকিবকে দেখতে পাবে।
‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অভিনয় করছেন আজিজুল হাকিমসহ একঝাক অভিনয়শিল্পী। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও আছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও আছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
২২ মিনিট আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
৯ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১৩ ঘণ্টা আগে