Ajker Patrika

মুক্তি পেল সৌদি সাইফাই-রোমাঞ্চ ঘরানার চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর ট্রেলার

মুক্তি পেল সৌদি সাইফাই-রোমাঞ্চ ঘরানার চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর ট্রেলার

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সৌদি চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর অফিশিয়াল ট্রেলার। সায়েন্স ফিকশন এবং রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে সৌদি আরবের ইব্রাহিম আব্বাসের লিখিত উপন্যাস ‘এইচডব্লিউজেএন’ অবলম্বনে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিনেমাটি নির্মাণে একযোগে কাজ করেছে ইমেজ নেশন আবু ধাবি, ভিওএক্স স্টুডিও এবং এমবিসি স্টুডিও। এই তিনটি প্রতিষ্ঠান ‘এইচডব্লিউজেএন’-এর বিষয়ে পরিকল্পনা শুরু করা হয় ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবের সময়। সেই সময়ই এই প্রতিষ্ঠানটি আরব ভূখণ্ডের জন্য চলচ্চিত্র এবং টিভি কনটেন্ট নির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দেয়।

এর আগে, ২০১৩ সালে প্রথমবারের মতো বাজারে আসে ‘এইচডব্লিউজেএন’-উপন্যাসটি। বইটি মূলত পশ্চিমা সায়েন্স ফিকশন ভাবধারা এবং সৌদি লোককথার সমন্বয়ে লিখিত। বইটি প্রকাশের পরপরই দেশটি ব্যাপক সাড়া ফেলে।

সেই আলোচিত বইটি অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন ইরাকি পরিচালক ইয়াসির আল-ইয়াসিরি। ইয়াসির আল-ইয়াসিরি দুবাইয়ে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এএক্সএক্স—দাঁড় করিয়েছেন। ‘এইচডব্লিউজেএন’-চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আল-ইয়াসিরির প্রতিষ্ঠান।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—বারা আলেম, নূর আলখাদরা, নায়েফ আলদিফেরি, আলানূদ সৌদ এবং মোহসেন মনসুর। 

এদিকে, ট্রেলার মুক্তি পেলেও চলচ্চিত্রটি কবে বক্স অফিসে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত