মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সৌদি চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর অফিশিয়াল ট্রেলার। সায়েন্স ফিকশন এবং রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে সৌদি আরবের ইব্রাহিম আব্বাসের লিখিত উপন্যাস ‘এইচডব্লিউজেএন’ অবলম্বনে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিনেমাটি নির্মাণে একযোগে কাজ করেছে ইমেজ নেশন আবু ধাবি, ভিওএক্স স্টুডিও এবং এমবিসি স্টুডিও। এই তিনটি প্রতিষ্ঠান ‘এইচডব্লিউজেএন’-এর বিষয়ে পরিকল্পনা শুরু করা হয় ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবের সময়। সেই সময়ই এই প্রতিষ্ঠানটি আরব ভূখণ্ডের জন্য চলচ্চিত্র এবং টিভি কনটেন্ট নির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দেয়।
এর আগে, ২০১৩ সালে প্রথমবারের মতো বাজারে আসে ‘এইচডব্লিউজেএন’-উপন্যাসটি। বইটি মূলত পশ্চিমা সায়েন্স ফিকশন ভাবধারা এবং সৌদি লোককথার সমন্বয়ে লিখিত। বইটি প্রকাশের পরপরই দেশটি ব্যাপক সাড়া ফেলে।
সেই আলোচিত বইটি অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন ইরাকি পরিচালক ইয়াসির আল-ইয়াসিরি। ইয়াসির আল-ইয়াসিরি দুবাইয়ে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এএক্সএক্স—দাঁড় করিয়েছেন। ‘এইচডব্লিউজেএন’-চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আল-ইয়াসিরির প্রতিষ্ঠান।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—বারা আলেম, নূর আলখাদরা, নায়েফ আলদিফেরি, আলানূদ সৌদ এবং মোহসেন মনসুর।
এদিকে, ট্রেলার মুক্তি পেলেও চলচ্চিত্রটি কবে বক্স অফিসে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সৌদি চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর অফিশিয়াল ট্রেলার। সায়েন্স ফিকশন এবং রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে সৌদি আরবের ইব্রাহিম আব্বাসের লিখিত উপন্যাস ‘এইচডব্লিউজেএন’ অবলম্বনে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিনেমাটি নির্মাণে একযোগে কাজ করেছে ইমেজ নেশন আবু ধাবি, ভিওএক্স স্টুডিও এবং এমবিসি স্টুডিও। এই তিনটি প্রতিষ্ঠান ‘এইচডব্লিউজেএন’-এর বিষয়ে পরিকল্পনা শুরু করা হয় ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবের সময়। সেই সময়ই এই প্রতিষ্ঠানটি আরব ভূখণ্ডের জন্য চলচ্চিত্র এবং টিভি কনটেন্ট নির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দেয়।
এর আগে, ২০১৩ সালে প্রথমবারের মতো বাজারে আসে ‘এইচডব্লিউজেএন’-উপন্যাসটি। বইটি মূলত পশ্চিমা সায়েন্স ফিকশন ভাবধারা এবং সৌদি লোককথার সমন্বয়ে লিখিত। বইটি প্রকাশের পরপরই দেশটি ব্যাপক সাড়া ফেলে।
সেই আলোচিত বইটি অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন ইরাকি পরিচালক ইয়াসির আল-ইয়াসিরি। ইয়াসির আল-ইয়াসিরি দুবাইয়ে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এএক্সএক্স—দাঁড় করিয়েছেন। ‘এইচডব্লিউজেএন’-চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আল-ইয়াসিরির প্রতিষ্ঠান।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—বারা আলেম, নূর আলখাদরা, নায়েফ আলদিফেরি, আলানূদ সৌদ এবং মোহসেন মনসুর।
এদিকে, ট্রেলার মুক্তি পেলেও চলচ্চিত্রটি কবে বক্স অফিসে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
৬ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
৬ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১৭ ঘণ্টা আগে