Ajker Patrika

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মায়ের মৃত্যু 

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৫: ৫৭
চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মায়ের মৃত্যু 

ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মা স্বপ্না সাহা মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাপ্পি নিজেই।

মায়ের আত্মার শান্তি কামনা করে সংবাদমাধ্যমে বাপ্পি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন। বিধাতা তাঁকে যেন স্বর্গীয় শান্তিতে রাখেন। এর বেশি এখন বলতে পারছি না।’

বাপ্পি চৌধুরীর পারিবারিক সূত্র জানিয়েছে, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন তিনি।

মায়ের সঙ্গে বাপ্পি চৌধুরী। ছবি: সংগৃহীতউল্লেখ্য, বাপ্পি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত