বাংলাদেশের অভিনয়শিল্পীরা যেমন ওপার বাংলায় ছবি করে জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি কলকাতার অনেক অভিনেতাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা রয়েছে। তাই দেব থেকে শুরু করে অঙ্কুশ—সবাই বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে আসছেন টালিউডের কৌশানী মুখোপাধ্যায়।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর মধ্যে ‘ছুটি’, ‘ধাঁধা’ ও নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করেছেন কলকাতার ‘পারব না আমি ছাড়তে তোকে’-খ্যাত কৌশানী মুখোপাধ্যায়। সব ছবিতেই তাঁর নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। দুজনের প্রেমের সম্পর্কও বহুল চর্চিত। এবার বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কৌশানী। ছবির নাম ‘প্রিয়া রে’। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক ঘরানার ছবি এটি। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। গান রেকর্ডিং শেষ হয়েছে। এর আগে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ‘বিক্ষোভ’, নেহা আমানদীপের সঙ্গে ‘প্রেম চোর’ ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘গ্যাংস্টার’ করেছেন শান্ত খান। ১৯ সেপ্টেম্বর ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের কয়েক দিন আগেই বাংলাদেশে আসবেন কৌশানী।
ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ শান্ত খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোরের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শান্ত বলেন, ‘শুটিংয়ের আগে একটি অনুষ্ঠানে ছবি নিয়ে বিস্তারিত বলব। তার আগে এতটুকু বলতে পারি অ্যাকশন-রোমান্টিক ছবি হবে এটি। চরাঞ্চলে ক্ষমতার টানাপোড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।’
‘প্রিয়া রে’ প্রসঙ্গে পরিচালক পুজন বলেন, ‘শান্তর সঙ্গে কৌশানীর পর্দা রসায়নটা ভালো জমবে বলে মনে হয়েছে। তা ছাড়া শান্ত ও কৌশানীর সঙ্গে আমাদের আগে আলাদা আলাদা কাজের অভিজ্ঞতা আছে। সে জন্যই দুজনকে একসঙ্গে একটি ছবিতে কাস্ট করলাম। একটা ফ্রেশ জুটি পাবে দর্শক।’
ওপার বাংলায় বনির সঙ্গে কৌশানীকে বেশি কাজ করতে দেখেছেন দর্শক, তবে এবার বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে কেমন জমে রসায়ন, সেটাই দেখার।
বাংলাদেশের অভিনয়শিল্পীরা যেমন ওপার বাংলায় ছবি করে জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি কলকাতার অনেক অভিনেতাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা রয়েছে। তাই দেব থেকে শুরু করে অঙ্কুশ—সবাই বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে আসছেন টালিউডের কৌশানী মুখোপাধ্যায়।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর মধ্যে ‘ছুটি’, ‘ধাঁধা’ ও নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করেছেন কলকাতার ‘পারব না আমি ছাড়তে তোকে’-খ্যাত কৌশানী মুখোপাধ্যায়। সব ছবিতেই তাঁর নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। দুজনের প্রেমের সম্পর্কও বহুল চর্চিত। এবার বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কৌশানী। ছবির নাম ‘প্রিয়া রে’। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক ঘরানার ছবি এটি। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। গান রেকর্ডিং শেষ হয়েছে। এর আগে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ‘বিক্ষোভ’, নেহা আমানদীপের সঙ্গে ‘প্রেম চোর’ ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘গ্যাংস্টার’ করেছেন শান্ত খান। ১৯ সেপ্টেম্বর ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের কয়েক দিন আগেই বাংলাদেশে আসবেন কৌশানী।
ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ শান্ত খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোরের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শান্ত বলেন, ‘শুটিংয়ের আগে একটি অনুষ্ঠানে ছবি নিয়ে বিস্তারিত বলব। তার আগে এতটুকু বলতে পারি অ্যাকশন-রোমান্টিক ছবি হবে এটি। চরাঞ্চলে ক্ষমতার টানাপোড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।’
‘প্রিয়া রে’ প্রসঙ্গে পরিচালক পুজন বলেন, ‘শান্তর সঙ্গে কৌশানীর পর্দা রসায়নটা ভালো জমবে বলে মনে হয়েছে। তা ছাড়া শান্ত ও কৌশানীর সঙ্গে আমাদের আগে আলাদা আলাদা কাজের অভিজ্ঞতা আছে। সে জন্যই দুজনকে একসঙ্গে একটি ছবিতে কাস্ট করলাম। একটা ফ্রেশ জুটি পাবে দর্শক।’
ওপার বাংলায় বনির সঙ্গে কৌশানীকে বেশি কাজ করতে দেখেছেন দর্শক, তবে এবার বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে কেমন জমে রসায়ন, সেটাই দেখার।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে