বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাপানের অ্যানিমে সিরিজের কদর সারা বিশ্বে। ‘ডেমন স্লেয়ার’ অন্যতম জনপ্রিয় জাপানি অ্যানিমে। ২০২০ সালে মুক্তি পেয়েছিল প্রথম পর্ব ‘মুগেন ট্রেন’। সিনেমাটি এতই দর্শকপ্রিয় হয় যে প্রায় ১৬ মিলিয়ন ডলারে তৈরি মুগেন ট্রেন আয় করে ৫০৬ মিলিয়ন ডলারের বেশি। জাপানি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে এসেছে আরও দুটি সিকুয়েল—‘টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ’ ও ‘টু দ্য হাশিরা ট্রেনিং’। এ দুটি সিনেমাও ভালো ফল করেছে।
সে ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা—ইনফিনিটি ক্যাসেল’। সিনেমাটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বিশ্বব্যাপী মুক্তির কিছুদিন পর ডেমন স্লেয়ারের নতুন সিকুয়েল এল বাংলাদেশে। স্টার সিনেপ্লেক্সে ১৬ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল।
ডেমন স্লেয়ারের আগের দুটি সিকুয়েল—টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ এবং টু দ্য হাশিরা ট্রেনিং-এর তুলনায় ইনফিনিটি ক্যাসেল বেশি সাড়া পাচ্ছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে, যা যেকোনো অ্যানিমে সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং। এর আগে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ডলার ওপেনিংয়ের রেকর্ড ছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘পোকেমন: দ্য ফার্স্ট মুভি—মিউটো স্ট্রাইকস ব্যাক’ সিনেমার।
ভ্যারাইটি জানিয়েছে, আইম্যাক্সের মতো অনেক প্রিমিয়াম বৃহৎ ফরম্যাটের হলে দাপিয়ে চলছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল, যা সিনেমাটির আয় অনেক বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি এরই মধ্যে বিশ্বজুড়ে আয় করেছে ৪০০ মিলিয়নের বেশি। শুধু জাপানের বাজার থেকেই এসেছে ২০০ মিলিয়ন। দিন যত গড়াচ্ছে, ইনফিনিটি ক্যাসেল নিয়ে দর্শকের আগ্রহ তত বাড়ছে। আশা করা হচ্ছে, বাংলাদেশেও বেশ সাড়া ফেলবে এই জাপানি অ্যানিমে।
জাপানের অ্যানিমে সিরিজের কদর সারা বিশ্বে। ‘ডেমন স্লেয়ার’ অন্যতম জনপ্রিয় জাপানি অ্যানিমে। ২০২০ সালে মুক্তি পেয়েছিল প্রথম পর্ব ‘মুগেন ট্রেন’। সিনেমাটি এতই দর্শকপ্রিয় হয় যে প্রায় ১৬ মিলিয়ন ডলারে তৈরি মুগেন ট্রেন আয় করে ৫০৬ মিলিয়ন ডলারের বেশি। জাপানি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। এরপর ২০২৩ ও ২০২৪ সালে এসেছে আরও দুটি সিকুয়েল—‘টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ’ ও ‘টু দ্য হাশিরা ট্রেনিং’। এ দুটি সিনেমাও ভালো ফল করেছে।
সে ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা—ইনফিনিটি ক্যাসেল’। সিনেমাটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বিশ্বব্যাপী মুক্তির কিছুদিন পর ডেমন স্লেয়ারের নতুন সিকুয়েল এল বাংলাদেশে। স্টার সিনেপ্লেক্সে ১৬ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল।
ডেমন স্লেয়ারের আগের দুটি সিকুয়েল—টু দ্য সোর্ডস্মিথ ভিলেজ এবং টু দ্য হাশিরা ট্রেনিং-এর তুলনায় ইনফিনিটি ক্যাসেল বেশি সাড়া পাচ্ছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে, যা যেকোনো অ্যানিমে সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং। এর আগে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ডলার ওপেনিংয়ের রেকর্ড ছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘পোকেমন: দ্য ফার্স্ট মুভি—মিউটো স্ট্রাইকস ব্যাক’ সিনেমার।
ভ্যারাইটি জানিয়েছে, আইম্যাক্সের মতো অনেক প্রিমিয়াম বৃহৎ ফরম্যাটের হলে দাপিয়ে চলছে ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল, যা সিনেমাটির আয় অনেক বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি এরই মধ্যে বিশ্বজুড়ে আয় করেছে ৪০০ মিলিয়নের বেশি। শুধু জাপানের বাজার থেকেই এসেছে ২০০ মিলিয়ন। দিন যত গড়াচ্ছে, ইনফিনিটি ক্যাসেল নিয়ে দর্শকের আগ্রহ তত বাড়ছে। আশা করা হচ্ছে, বাংলাদেশেও বেশ সাড়া ফেলবে এই জাপানি অ্যানিমে।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৯ মিনিট আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
২৬ মিনিট আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৩২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৩৪ মিনিট আগে