জয়া আহসান তাঁর অভিনয়গুণে ঢালিউড ও টালিউড দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে জনপ্রিয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহমুদ দিদার পরিচালিত তাঁর অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’।
সেখানে সার্কাসকন্যা বিউটির রহস্য জাগানিয়া এক লড়াই ও টিকে থাকার গল্পে অভিনয় করেছিলেন তিনি। কদিন আগে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ এটি প্রদর্শিত হয়, সেখানে উপস্থিত ছিলেন জয়াও।
সম্প্রতি জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একাধিক নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে ফুটে ওঠা জয়ার গ্ল্যামার, ফিটনেস নিয়ে তাঁর ভক্তরা দারুণ প্রশংসায় মেতেছেন।
বৃহস্পতিবার রাতে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘চারপাশের নীরবতাকে আলিঙ্গন করুন এবং শান্ত থাকুন’ (Embrace the quiet around & calm within)।
জয়া আহসানের পোস্ট করা এসব স্থিরচিত্রে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য হয়েছে ৮ হাজারের মতো।
গতকাল পোস্ট করা এসব ছবিতে একেবারে অন্য রকম এক জয়া আহসানকে খুঁজে পেয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের কোনো অভিনেত্রী নিজের গ্ল্যামার, ফিটনেস এভাবে ধরে রাখতে পারেননি।
অবশ্য এই অভিনেত্রীর বয়স নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এখন তাঁর বয়স ৩৯ বছর। তবে অন্য সূত্র অনুযায়ী তাঁর বয়স এখন ৫০-এর বেশি।
জয়া আহসান তাঁর অভিনয়গুণে ঢালিউড ও টালিউড দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে জনপ্রিয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহমুদ দিদার পরিচালিত তাঁর অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’।
সেখানে সার্কাসকন্যা বিউটির রহস্য জাগানিয়া এক লড়াই ও টিকে থাকার গল্পে অভিনয় করেছিলেন তিনি। কদিন আগে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ এটি প্রদর্শিত হয়, সেখানে উপস্থিত ছিলেন জয়াও।
সম্প্রতি জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একাধিক নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে ফুটে ওঠা জয়ার গ্ল্যামার, ফিটনেস নিয়ে তাঁর ভক্তরা দারুণ প্রশংসায় মেতেছেন।
বৃহস্পতিবার রাতে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘চারপাশের নীরবতাকে আলিঙ্গন করুন এবং শান্ত থাকুন’ (Embrace the quiet around & calm within)।
জয়া আহসানের পোস্ট করা এসব স্থিরচিত্রে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য হয়েছে ৮ হাজারের মতো।
গতকাল পোস্ট করা এসব ছবিতে একেবারে অন্য রকম এক জয়া আহসানকে খুঁজে পেয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের কোনো অভিনেত্রী নিজের গ্ল্যামার, ফিটনেস এভাবে ধরে রাখতে পারেননি।
অবশ্য এই অভিনেত্রীর বয়স নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এখন তাঁর বয়স ৩৯ বছর। তবে অন্য সূত্র অনুযায়ী তাঁর বয়স এখন ৫০-এর বেশি।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে