Ajker Patrika

ওমর সানীকে ‘মাতাল’ বললেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২২, ১৭: ৫৭
Thumbnail image

চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের ‘চড়কাণ্ড’ নিয়ে উত্তাল ঢালিউড। গত শুক্রবার ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে থাপ্পড় মেরেছেন ওমর সানী, জায়েদ খানও পিস্তল বের করে তাঁকে গুলি করার হুমকি দিয়েছেন— এমন খবর দিনজুড়ে আছে আলোচনার কেন্দ্রে। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান।

পুরো ঘটনায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন এই অভিনেতা। জায়েদ খান বলেন, ‘ওইদিন তিনি (ওমর সানী) অনুষ্ঠানে এসে দুই তিন মিনিট থেকে চলে গিয়েছিলেন। এ ধরনের কোনো ঘটনাই সেদিন ঘটেনি। উনি এটা ইচ্ছাকৃতভাবে বানিয়েছেন। দুই-তিন আগে নিপুণকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আজকে একটা মামলার তারিখ ছিল। অন্যদিকে মনোযোগ ঘোরানোর জন্য এই কাজটা করা হয়েছে।’

শুক্রবারের ওই অনুষ্ঠানে ওমর সানী মাতাল অবস্থায় এসেছিলেন বলে অভিযোগ জায়েদ খানের। তিনি বলেন, ‘বসুন্ধরা কনভেনশন সেন্টারে আর্মস নিয়ে ঢোকার তো কোনো সুযোগ নাই। আর বিয়েবাড়িতে কেন আর্মস নিয়ে যাব, আমি কী মাতাল! আমি তো জীবনে ড্রিঙ্ক করি না। মাতাল ছিলেন উনি (ওমর সানী)। বিয়ের অনুষ্ঠানে তিনি মাতাল অবস্থায় এসেছিলেন।’

জায়েদ খান বলেন, ‘অনুষ্ঠানের দিন ডিপজল ভাই ছিলেন, রোজিনা আপা, অঞ্জনা আপা সবাই ছিলেন। আমি সন্ধ্যা থেকে গেস্ট রিসিভ করেছি। দুই দিন পর এ ধরনের একটি গুজব ছড়ানো পুরোপুরি ইনটেনশনাল।’

বিনোদন সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত