দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি। প্রশংসিত হয়েছিল প্রধান চরিত্রে উজ্জল কবির হিমুর অভিনয়। তিন বছর পর আবারও নতুন সিনেমা নিয়ে আসছেন হিমু। রাইসুল ইসলাম অনিকের ‘আমাকে বিশ্বাস করেন ভাই!’ নামের সিনেমাটিতে মাসুদ চরিত্রে দেখা যাবে তাঁকে। এতে তাঁর স্ত্রী পুতুল হয়েছেন সায়রা আক্তার জাহান।
আমাকে বিশ্বাস করেন ভাই সিনেমার গল্পে মাসুদ একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ। সে এমন একটি কোম্পানিতে চাকরি করে যে কোম্পানির ওষুধ বিক্রি হয় না। অর্থনৈতিকভাবে কষ্টে চলতে হয় তাকে। তাই তার ভাবনাজুড়ে শুধু টাকা। তার কাছে টাকাই সব। মাসুদের স্ত্রী পুতুলের ভাবনা ঠিক উল্টো। এলাকার সবাই মাসুদের কাছে টাকা পায়। পাওনাদারদের ভয়ে লুকিয়ে থাকে মাসুদ। এমন সময় তার সঙ্গে পরিচয় হয় আরও কয়েকজনের। তাদের অবস্থাও মাসুদের মতো। সবাই মিলে নামে এক মিশনে।
নির্মাতা জানান, আমাকে বিশ্বাস করেন ভাই সিনেমায় রয়েছে মোট ১০০টি দৃশ্য। প্রতিটি দৃশ্য শুট করা হয়েছে ওয়ান টেকে। এই কারণে শুটিং শুরুর আগে নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি। শুটিং হয়েছে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, নবাবপুর, উত্তরাসহ বিভিন্ন লোকেশনে। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে সম্পাদনার কাজ। নির্মাতা জানালেন আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
উজ্জল কবির হিমু বলেন, ‘এই সিনেমার প্রতিটি দৃশ্যের শুটিং হয়েছে ওয়ান টেকে। দুই দশকের অভিনয়জীবনে এই অভিজ্ঞতা প্রথম। ৩ মিনিট, ৪ মিনিট এমনকি ৮ মিনিটের দৃশ্যও ছিল। ইউনিটের কেউ একজন ভুল করলে আবার নতুন করে শুরু করতে হতো। চার মাস ধরে প্রস্তুতি নিয়েছিলাম চরিত্রটির জন্য। চেষ্টা করেছি সাধ্যমতো, কতটা পেরেছি, সেই বিচারের ভার রইল দর্শকের ওপর।’
আমাকে বিশ্বাস করেন ভাই দিয়ে সাত বছর পর বড় পর্দায় ফিরছেন সায়রা আক্তার জাহান। এর আগে প্রসূন রহমানের ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয় করেছিলেন সায়রা। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
সিনেমাটি নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘টাকাকে কেন্দ্র করে বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়েই আমাদের এই সিনেমা। বিভিন্ন পেশার ছয়-সাতজন মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য একত্র হয়। তাদের সেই মিশনের গল্পটা কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে তৈরির চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাইসুল ইসলাম অনিক ও নিজাম ইউ খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাইফ খান, রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি, রূপম ঝুমুরিয়া, প্লাবন আহমেদ প্রমুখ। প্রযোজনা করেছে সঙ্গী প্রোডাকশনস।
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি। প্রশংসিত হয়েছিল প্রধান চরিত্রে উজ্জল কবির হিমুর অভিনয়। তিন বছর পর আবারও নতুন সিনেমা নিয়ে আসছেন হিমু। রাইসুল ইসলাম অনিকের ‘আমাকে বিশ্বাস করেন ভাই!’ নামের সিনেমাটিতে মাসুদ চরিত্রে দেখা যাবে তাঁকে। এতে তাঁর স্ত্রী পুতুল হয়েছেন সায়রা আক্তার জাহান।
আমাকে বিশ্বাস করেন ভাই সিনেমার গল্পে মাসুদ একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ। সে এমন একটি কোম্পানিতে চাকরি করে যে কোম্পানির ওষুধ বিক্রি হয় না। অর্থনৈতিকভাবে কষ্টে চলতে হয় তাকে। তাই তার ভাবনাজুড়ে শুধু টাকা। তার কাছে টাকাই সব। মাসুদের স্ত্রী পুতুলের ভাবনা ঠিক উল্টো। এলাকার সবাই মাসুদের কাছে টাকা পায়। পাওনাদারদের ভয়ে লুকিয়ে থাকে মাসুদ। এমন সময় তার সঙ্গে পরিচয় হয় আরও কয়েকজনের। তাদের অবস্থাও মাসুদের মতো। সবাই মিলে নামে এক মিশনে।
নির্মাতা জানান, আমাকে বিশ্বাস করেন ভাই সিনেমায় রয়েছে মোট ১০০টি দৃশ্য। প্রতিটি দৃশ্য শুট করা হয়েছে ওয়ান টেকে। এই কারণে শুটিং শুরুর আগে নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি। শুটিং হয়েছে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, নবাবপুর, উত্তরাসহ বিভিন্ন লোকেশনে। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। এখন চলছে সম্পাদনার কাজ। নির্মাতা জানালেন আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
উজ্জল কবির হিমু বলেন, ‘এই সিনেমার প্রতিটি দৃশ্যের শুটিং হয়েছে ওয়ান টেকে। দুই দশকের অভিনয়জীবনে এই অভিজ্ঞতা প্রথম। ৩ মিনিট, ৪ মিনিট এমনকি ৮ মিনিটের দৃশ্যও ছিল। ইউনিটের কেউ একজন ভুল করলে আবার নতুন করে শুরু করতে হতো। চার মাস ধরে প্রস্তুতি নিয়েছিলাম চরিত্রটির জন্য। চেষ্টা করেছি সাধ্যমতো, কতটা পেরেছি, সেই বিচারের ভার রইল দর্শকের ওপর।’
আমাকে বিশ্বাস করেন ভাই দিয়ে সাত বছর পর বড় পর্দায় ফিরছেন সায়রা আক্তার জাহান। এর আগে প্রসূন রহমানের ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয় করেছিলেন সায়রা। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
সিনেমাটি নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘টাকাকে কেন্দ্র করে বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়েই আমাদের এই সিনেমা। বিভিন্ন পেশার ছয়-সাতজন মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য একত্র হয়। তাদের সেই মিশনের গল্পটা কমেডি, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে তৈরির চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাইসুল ইসলাম অনিক ও নিজাম ইউ খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাইফ খান, রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি, রূপম ঝুমুরিয়া, প্লাবন আহমেদ প্রমুখ। প্রযোজনা করেছে সঙ্গী প্রোডাকশনস।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে