Ajker Patrika

পূজার তুমুল ব্যস্ততা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

‘হৃদিতা’ ছবির শুটিং শেষ হলো মঙ্গলবার। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ছবির একটি গান দিয়ে শেষ হয় শুটিং। বুধবারই ঢাকার উদ্দেশে ছুটলেন পূজা চেরি। দারুণ এক অভিজ্ঞতা হয়েছে তাঁর। এমন লোকেশনে আগে শুটিং করেননি তিনি। পূজা বলেন, ‘এমন নয়নাভিরাম লোকেশনে শুটিং করে খুব ভালো লেগেছে। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না দেখলে বুঝতাম না। ছবিতে এই সুন্দর জায়গাগুলো ফুটিয়ে তোলা উচিত। শট দেওয়ার পর স্ক্রিনে যখন নিজেকে দেখছিলাম, অবাক হচ্ছিলাম। চোখের শান্তি, মনের শান্তি—সবই পেয়েছি। ওখানে আরও কিছুদিন থাকতে পারলে ভালো লাগত।’

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘হৃদিতা’। এর নামভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি। আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস থেকে ছবিটি নির্মাণ করছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। ছবিতে পূজার নায়ক এ বি এম সুমন।

পূজা চেরিপূজা বলেন, ‘ইস্পাহানী আরিফ জাহানদের মতো গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করা আমার জন্য আশীর্বাদ। পদে পদে শিখতে পারি। প্রতিটা দৃশ্যে যত্ন ছিল। ছবির গল্পটাও দারুণ! নান্দনিক একটি ছবি হবে ‘হৃদিতা’।

‘হৃদিতা’র কাজ শেষ করে পূজা এখন ‘গলুই’ ছবির শুটিংয়ে। এটাও সরকারি অনুদানের ছবি। এই ছবিতে হালের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন উঠতি এই নায়িকা। আজ থেকে টাঙ্গাইলে যমুনার চরে শুরু হয়েছে শুটিং। এই ছবির জন্য ওজনও বাড়িয়েছেন পূজা। তিনি বলেন, ‘আগে আমার ওজন ছিল ৫০ কেজি। এখন ৫৫। যখন শুনলাম, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হবে, ইচ্ছেমতো খাওয়াদাওয়া শুরু করেছি।’

পূজা চেরিপ্রযোজক খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ২০২০-২১ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এ ছবি পরিচালনা করছেন এস এ হক অলিক। আজ থেকে টাঙ্গাইলের মহেরায় পূজা চেরি, আলী রাজ, আজিজুল হাকিম, সুচরিতাসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন শাকিব খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত