Ajker Patrika

সিনেমা প্রযোজনায় নামছেন সাবা

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৫: ০৩
সিনেমা প্রযোজনায় নামছেন সাবা

গত বছর ‘জয়িতা’ নামের একটি ছবি তৈরির কথা ভাবলেও করোনার কারণে তা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত পরিচালক শামীম আহমেদ রনিকে নিয়েই নতুন ছবির পরিকল্পনা সাজিয়েছেন সাবা। ছবির নাম এখন ঘোষণা দিতে না চাইলেও গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন সাবা। তবে কী ধরনের গল্প নিয়ে প্রথম ছবিটি বানাতে চলেছেন তার ইঙ্গিত দিলেন কিছুটা। বললেন, ‘অবশ্যই নারীপ্রধান গল্প। আমি অভিনেত্রী হিসেবে যে কাজগুলো করি, সেই প্যাটার্নের একটু অন্য রকম গল্প।’ চিত্রনাট্য পুরোপুরি শেষ করে চূড়ান্ত হবে কাস্টিং। নিজের প্রোডাকশন হাউস ‘খামারবাড়ির’র ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন সাবা।

সোহানা সাবা২০০৬ সালে সারাহ বেগম কবরীর ‘আয়না’ দিয়ে বড় পর্দায় কাজ শুরুর পর একে একে দেখা দিয়েছেন ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ছবিতে। কলকাতার ছবি ‘ষড়্‌রিপু’তে অভিনয় করে বড়সড় চমক দেখিয়েছেন সোহানা সাবা।

সোহানা সাবাএকটি ভালো গল্পের, ভালো আয়োজনের ছবিতে অভিনয়ের জন্য সব সময় মুখিয়ে থাকেন তিনি। কিন্তু সব সময় তো আর তেমনটা মেলে না। এমনিতেও গত কয়েক বছর বাংলা ছবিতে ভালো গল্পের ভীষণ খরা। এই পরিস্থিতিতে নিজের মতো করে পছন্দের কাজগুলো করার জন্য সোহানা সাবা শুরু করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ি’।

সোহানা সাবাএই প্রতিষ্ঠান থেকে গত বছর বানিয়েছেন ওয়েব সিরিজ ‘টুইন রিটার্নস’। ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’–এ এসেছিল সিরিজটি। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করেছিলেন সাবা। প্রথম প্রোডাকশনের সাফল্যের পর এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন তিনি।

পরিচালক শামীম আহমেদ রনি করোনার কারণে আটকে আছেন কলকাতায়। তিনি ফিরলেই বাকি কাজ শুরু করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত