বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ে নিয়মিত হওয়ার আগে টুকটাক গান করতেন আফরান নিশো। এখনো শুটিংয়ের অবসরে প্রায়ই গিটার নিয়ে বসে যান গান করতে। নাটকের গানেও পাওয়া গেছে তাঁকে। এবার নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন আফরান নিশো। ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি। আজ বুধবার রাত ৮টায় চরকি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
‘তোমাদের চোখে দাগি/ সমাজের চোখে দাগি/ যতবার খুশি মারো, ততবার জাগি’—এমন কথায় গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানটিতে নিশোর সঙ্গে নিধিও কণ্ঠ দিয়েছেন।
গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটি হঠাৎ করে। নিশো বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়, এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়!’
গানটি লেখা হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন দাগি সিনেমার দাগি যে, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার যৌক্তিক কারণ ছিল বলে আমি গাইতে রাজি হই। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দিই।’
শ্রোতা-দর্শকেরা গানটিতে নতুন কিছু পাবেন এবং তাঁদের ভালো লাগবে বলে আশাবাদী নিশো। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দাগি। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে নিশোর নায়িকা তমা মির্জা।
সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় হয়েছে দাগির শুটিং। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও সহপ্রযোজনায় আছে চরকি।
অভিনয়ে নিয়মিত হওয়ার আগে টুকটাক গান করতেন আফরান নিশো। এখনো শুটিংয়ের অবসরে প্রায়ই গিটার নিয়ে বসে যান গান করতে। নাটকের গানেও পাওয়া গেছে তাঁকে। এবার নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন আফরান নিশো। ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি। আজ বুধবার রাত ৮টায় চরকি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
‘তোমাদের চোখে দাগি/ সমাজের চোখে দাগি/ যতবার খুশি মারো, ততবার জাগি’—এমন কথায় গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানটিতে নিশোর সঙ্গে নিধিও কণ্ঠ দিয়েছেন।
গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটি হঠাৎ করে। নিশো বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়, এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়!’
গানটি লেখা হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন দাগি সিনেমার দাগি যে, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার যৌক্তিক কারণ ছিল বলে আমি গাইতে রাজি হই। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দিই।’
শ্রোতা-দর্শকেরা গানটিতে নতুন কিছু পাবেন এবং তাঁদের ভালো লাগবে বলে আশাবাদী নিশো। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দাগি। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে নিশোর নায়িকা তমা মির্জা।
সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় হয়েছে দাগির শুটিং। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও সহপ্রযোজনায় আছে চরকি।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
৯ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৪ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১৬ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১৮ ঘণ্টা আগে