Ajker Patrika

চলচ্চিত্র উৎসবে ইমন-মমর ‌‘আগামীকাল’

চলচ্চিত্র উৎসবে ইমন-মমর ‌‘আগামীকাল’

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ থেকে শুরু হয়েছে ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। চারদিনের এ উৎসব চলবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত।

এ উৎসবের সমাপনী দিনে দেখানো হবে অঞ্জন আইচ পরিচালিত চলচ্চিত্র ‘আগামীকাল’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও জাকিয়া বারী মম। ইমন আছেন সদ্য পাস করা চিকিৎসক, আর মমকে দেখা যাবে দরিদ্র পরিবারের অনাথ সন্তান হিসেবে।

‘আগামীকাল’ ছবিতে আরো আছেন টুটুল চৌধুরী, সূচনা আজাদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারিক স্বপন, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ।

উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, ‌এবারের চলচ্চিত্র উৎসবে ১২১টি দেশের ৬০০ চলচ্চিত্র অংশ নিয়েছে। এরমধ্যে ‘আগামীকাল’ হতে যাচ্ছে উৎসবের সমাপনী ছবি।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলছে ‘সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’‘আগামীকাল’ অভিনেতা ও প্রযোজক টুটুল চৌধুরী বলেন, ‘উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে আমাদের ছবিটি দেখানো হচ্ছে, যা আমাদের পুরো টিমের জন্য আনন্দের।’

গত ২৪ ডিসেম্বর সারাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আগামীকাল’ ছবিটি। তবে শেষ মুহূর্তে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের ছবি। তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক ছবির ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়া করে ছবি মুক্তি দিলে দর্শক জানতেই পারবেন না। আমরা চাই এই ছবি মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’

জানা গেছে, আগামী মার্চে সিনেমা হলে মুক্তি পেতে পারে ‘আগামীকাল’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত