Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

‘লজ্জা ২’, ‘ছাবা’সহ যেসব সিনেমা ও সিরিজ আসছে

বিনোদন ডেস্ক
‘লজ্জা ২’, ‘ছাবা’সহ যেসব সিনেমা ও সিরিজ আসছে

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও (১০ ও ১১ এপ্রিল) মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

লজ্জা ২ (বাংলা সিরিজ)

  • অভিনয়: প্রিয়াঙ্কা সরকার, দীপঙ্কর দে, অনিন্দিতা বসু, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।
  • মুক্তি: হইচই (১১ এপ্রিল)
  • গল্পসংক্ষেপ: জয়ার বন্ধু শৌর্যর মৃত্যু হয় একটি রিসোর্টে। সেখানে জয়াও ছিল। শৌর্যর সঙ্গে জয়ার অবৈধ সম্পর্ক ছিল, এমন সন্দেহ করতে থাকে সবাই। স্বামীর মৌখিক নিগ্রহের বিরুদ্ধে লড়াইয়ের সময় যেসব মানুষের পাশে পেয়েছিল জয়া, তারাও দূরে চলে যায়। আরও কোণঠাসা হয়ে পড়ে সে। স্বামী, সংসার, সন্তান—সব হারিয়ে শূন্য হাতে বিচারব্যবস্থার দ্বারস্থ হয় জয়া।

ছাবা (হিন্দি সিনেমা)

  • অভিনয়: ভিকি কৌশল, রাশমিকা মান্দানা, অক্ষয় খান্না প্রমুখ।
  • মুক্তি: নেটফ্লিক্স (১১ এপ্রিল)
  • গল্পসংক্ষেপ: সপ্তদশ শতকের গল্প। মোগলদের শাসন না মেনে ছত্রপতি শিবাজি মহারাজ মারাঠা স্বরাজের পক্ষে লড়াই করেন। দিল্লিতে তখন আওরঙ্গজেবের রাজত্ব। শিবাজির বাহিনী মোগলদের সেনা ছাউনিতে আক্রমণ করে ধ্বংস করলে মোগল বাহিনীও পাল্টা আক্রমণ করে। তাদের প্রতিটি আক্রমণ রুখে দেন শিবাজি। তবে একপর্যায়ে মোগল বাহিনীর হাতে বন্দী হন তিনি।

ছোরি ২ (হিন্দি সিনেমা)

  • অভিনয়: নুসরাত ভারুচা, সোহা আলী খান প্রমুখ।
  • মুক্তি: আমাজন প্রাইম ভিডিও (১১ এপ্রিল)
  • গল্পসংক্ষেপ: এ ভৌতিক গল্পের কেন্দ্রে রয়েছে সাক্ষী নামের এক তরুণী। কুসংস্কারে আচ্ছন্ন সমাজের রক্তচক্ষু থেকে নিজের সাত বছরের কন্যাকে বাঁচানোর লড়াই চালিয়ে যায় সাক্ষী। একই সঙ্গে যেসব সামাজিক কুসংস্কার চারপাশের নারীদের তাড়া করে বেড়াচ্ছে, সাক্ষীকে লড়তে হবে সে সবের বিরুদ্ধেও।

নর্থ অব নর্থ (কানাডিয়ান সিরিজ)

  • অভিনয়: আনা ল্যাম্বে, মেরি লিন রাজস্কুব, তানিয়া তাগাক প্রমুখ।
  • মুক্তি: নেটফ্লিক্স (১০ এপ্রিল)
  • গল্পসংক্ষেপ: কম বয়সে বিয়ে করে সংসারী হয়েছিল সিয়াজা। একটি দুর্ঘটনার পর এ সম্পর্ক থেকে বেরিয়ে আসে সে। স্বাধীনভাবে নিজের মতো বাঁচতে চায়। নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করে।

জি২০ (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: ভায়োলা ডেভিস, অ্যান্থনি অ্যান্ডারসন, মারসাই মার্টিন প্রমুখ।
  • মুক্তি: আমাজন প্রাইম ভিডিও (১০ এপ্রিল)
  • গল্পসংক্ষেপ: কেপটাউনে আয়োজিত জি২০ সম্মেলনে অংশ নেয় বিশ্বের শক্তিধর দেশগুলোর সরকারপ্রধানেরা। সম্মেলন চলাকালে হঠাৎ সেখানে হামলা চালায় সন্ত্রাসীরা। মার্কিন প্রেসিডেন্টসহ সবাইকে অবরুদ্ধ করে।

আরও দেখা যাবে: ইংরেজি সিনেমা ‘মিট দ্য খুমালোস’ (নেটফ্লিক্স), তেলুগু সিনেমা ‘কোর্ট—স্টেট ভার্সেস আ নোবডি’ (নেটফ্লিক্স), ইংরেজি সিরিজ ‘ডক্টর হু সিজন টু’ (জিও হটস্টার), ইংরেজি সিরিজ ‘হ্যাকস সিজন ফোর’ (ম্যাক্স), মালয়ালম সিনেমা ‘প্রাভিনকোডু শাপ্পু’ (সনি লিভ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত