Ajker Patrika

এত ভালোবাসায় ভাসিনি কখনো, এ আমার পরম পাওয়া: জ্যোতিকা জ্যোতি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫: ৫২
এত ভালোবাসায় ভাসিনি কখনো, এ আমার পরম পাওয়া: জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগের এই খবর গণমাধ্যমে প্রকাশের পর সব প্রিয় মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি।

সবার কাছ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দনে জ্যোতি রীতিমতো অভিভূত। এত ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি আজ বুধবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘এত ভালোবাসায় ভাসিনি কখনো! এ আমার পরম পাওয়া। শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে আমার নিয়োগের রাষ্ট্রীয় প্রজ্ঞাপন বের হবার পর থেকে দেশের আনাচ কানাচ, আমার নিজের এলাকা ও বিদেশ থেকে অগণিত মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছি আমি। আপনাদের এই শুভেচ্ছা আমার পাথেয় হয়ে থাকবে, আমি অভিভূত! আপনাদের ভালোবাসা আর এত বড় দায়িত্বের চাপ আমাকে নতুন করে অনেককিছু ভাবাচ্ছে।’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিজ্যোতি আরও লিখেছেন, ‘গতকাল একটু ব্যস্ত সময় পার করতে হয়েছে মন্ত্রণালয়ে, প্রচুর ফোনকল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কল, মেসেজের কারণে ফোন হ্যাং হয়েছে কয়েকবার, চার্জ করতে হয়েছে কয়েকবার-এসব কারণে আমি অনেকের কল ধরতে পারিনি, মেসেজের রিপ্লাই করতে পারিনি। আশা করি আপনারা আমাকে বুঝবেন। আমিতো চাই প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে এই আনন্দ ভাগাভাগি করি।’

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জ্যোতি লিখেছেন, ‘প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে বিভিন্ন মাধ্যমে উইশ করেছেন, কৃতজ্ঞতা প্রতিটি মিডিয়ার প্রতি যারা আমার কাজ ও আমাকে ভালোবেসে প্রচার প্রচারণা করছেন। আপনাদের এই উৎসাহ আমার দায়িত্ব পালনে এবং বাংলাদেশের সংস্কৃতির বিকাশে আমার পথচলায় দারুণ শক্তি জোগাবে। ধন্যবাদ সবাইকে।’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিউল্লেখ্য, অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামী দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন জানানো হয়, জ্যোতিকা জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যোতিকা জ্যোতি অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে—সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। সম্প্রতি আরও দুটি নতুন সিনেমায় অভিনয়ের খবর জানিয়েছেন জ্যোতি। একটি সরকারি অনুদানের, যেটির বিস্তারিত জানাবেন কয়েক দিন পরে। অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত