বিয়ের ধুম পড়েছে বলিউডে। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক বলি তারকা। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। কনে দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্ডেকর।
এত দিন ফারহান-শিবানীর প্রেম নিয়ে কিছুটা লুকোছাপা থাকলেও বিয়ের খবরে কোনো গোপনীয়তা থাকছে না। বিয়ের খবর জানিয়েছেন স্বয়ং ফারহানের বাবা কিংবদন্তি গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার।
জাভেদ আখতার বোম্বে টাইমসকে বলেন, চলতি মাসের ২১ তারিখেই বিয়ের পর্ব সারতে চলেছেন ফারহান। খন্ডালাতে জাভেদ আখতারের পারিবারিক বাসভবনে চার হাত এক হবে ফারহান-শিবানীর।
করোনার কারণে বিধিনিষেধ মেনে একদম কাছের মানুষদের উপস্থিতিতে সাদামাটাভাবে হবে বিয়ের অনুষ্ঠান। জাভেদ আখতার আরও বলেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বড় আয়োজন তো করতে পারব না। খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সিম্পলভাবেই বিয়েটা হবে। এখনো তো আমন্ত্রণপত্র কাউকে পাঠানো হয়নি।’
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।
বিয়ের ধুম পড়েছে বলিউডে। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক বলি তারকা। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। কনে দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্ডেকর।
এত দিন ফারহান-শিবানীর প্রেম নিয়ে কিছুটা লুকোছাপা থাকলেও বিয়ের খবরে কোনো গোপনীয়তা থাকছে না। বিয়ের খবর জানিয়েছেন স্বয়ং ফারহানের বাবা কিংবদন্তি গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার।
জাভেদ আখতার বোম্বে টাইমসকে বলেন, চলতি মাসের ২১ তারিখেই বিয়ের পর্ব সারতে চলেছেন ফারহান। খন্ডালাতে জাভেদ আখতারের পারিবারিক বাসভবনে চার হাত এক হবে ফারহান-শিবানীর।
করোনার কারণে বিধিনিষেধ মেনে একদম কাছের মানুষদের উপস্থিতিতে সাদামাটাভাবে হবে বিয়ের অনুষ্ঠান। জাভেদ আখতার আরও বলেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বড় আয়োজন তো করতে পারব না। খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সিম্পলভাবেই বিয়েটা হবে। এখনো তো আমন্ত্রণপত্র কাউকে পাঠানো হয়নি।’
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে