বিয়ের ধুম পড়েছে বলিউডে। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক বলি তারকা। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। কনে দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্ডেকর।
এত দিন ফারহান-শিবানীর প্রেম নিয়ে কিছুটা লুকোছাপা থাকলেও বিয়ের খবরে কোনো গোপনীয়তা থাকছে না। বিয়ের খবর জানিয়েছেন স্বয়ং ফারহানের বাবা কিংবদন্তি গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার।
জাভেদ আখতার বোম্বে টাইমসকে বলেন, চলতি মাসের ২১ তারিখেই বিয়ের পর্ব সারতে চলেছেন ফারহান। খন্ডালাতে জাভেদ আখতারের পারিবারিক বাসভবনে চার হাত এক হবে ফারহান-শিবানীর।
করোনার কারণে বিধিনিষেধ মেনে একদম কাছের মানুষদের উপস্থিতিতে সাদামাটাভাবে হবে বিয়ের অনুষ্ঠান। জাভেদ আখতার আরও বলেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বড় আয়োজন তো করতে পারব না। খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সিম্পলভাবেই বিয়েটা হবে। এখনো তো আমন্ত্রণপত্র কাউকে পাঠানো হয়নি।’
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।
বিয়ের ধুম পড়েছে বলিউডে। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক বলি তারকা। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। কনে দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্ডেকর।
এত দিন ফারহান-শিবানীর প্রেম নিয়ে কিছুটা লুকোছাপা থাকলেও বিয়ের খবরে কোনো গোপনীয়তা থাকছে না। বিয়ের খবর জানিয়েছেন স্বয়ং ফারহানের বাবা কিংবদন্তি গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার।
জাভেদ আখতার বোম্বে টাইমসকে বলেন, চলতি মাসের ২১ তারিখেই বিয়ের পর্ব সারতে চলেছেন ফারহান। খন্ডালাতে জাভেদ আখতারের পারিবারিক বাসভবনে চার হাত এক হবে ফারহান-শিবানীর।
করোনার কারণে বিধিনিষেধ মেনে একদম কাছের মানুষদের উপস্থিতিতে সাদামাটাভাবে হবে বিয়ের অনুষ্ঠান। জাভেদ আখতার আরও বলেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বড় আয়োজন তো করতে পারব না। খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সিম্পলভাবেই বিয়েটা হবে। এখনো তো আমন্ত্রণপত্র কাউকে পাঠানো হয়নি।’
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
২১ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
২১ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
২১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে