প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত নব্বইয়ের দশকের অন্যতম সেরা জুটি। পারস্পরিক মনোমালিন্যে দীর্ঘ বছর তাঁরা একসঙ্গে অভিনয় করেননি। প্রায় পনেরো বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় তাঁরা আবার এক হন।
ট্রেন জার্নির মধ্য দিয়ে একটি সম্পর্কের জার্নি ফুটিয়ে তোলা হয়েছে ‘প্রাক্তন’-এ। তবে এটি কিন্তু সত্যিকারের ট্রেনে শুটিং করা হয়নি। তৈরি করা হয়েছিল ট্রেনের সেট। শুটিংয়ের সময় ট্রেনের ঝাঁকুনি বোঝানোর জন্য টেকনিশিয়ানরা অনবরত ঝাঁকাতেন এই বানানো ট্রেনটি।
‘প্রাক্তন’ জনপ্রিয় হওয়ার পেছনে ‘তুমি যাকে ভালবাসো’ গানের অবদান অনেক। এ গানের জন্য জাতীয় পুরস্কার পান ইমন চক্রবর্তী। সংগীত পরিচালক অনুপম রায় শিল্পীর নাম উল্লেখ না করেই গানটির দুটি ভার্সন পাঠান পরিচালকের কাছে। পরিচালকরা না চিনেই ইমনের ভার্সনটি বেছে নেন। এখনো শিবপ্রসাদ-নন্দিতা জানেন না- দ্বিতীয় কন্ঠটি কার ছিল।
শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘তুমি যাকে ভালোবাসো’
এ সিনেমায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত চরিত্র দুটি আসলে বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত। একজন জনপ্রিয় ট্যুর গাইডের জীবন থেকেই গল্পটি নিয়েছেন নির্মাতাজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
‘প্রাক্তন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর সরল হাসি, অগোছালো কথা দর্শকদের মন জয় করেছিল। কিন্তু জানেন কি, প্রথমে এই চরিত্রে ভাবা হয়েছিল অন্য এক অভিনেত্রীকে? ‘প্রাক্তন’ নির্মাতা শিবপ্রসাদ-নন্দিতা প্রথমে ভেবেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের কথা। কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পর নির্মাতাদের মনে হয়, মালিনীর চরিত্রে অর্পিতার চেয়ে বেশি মানানসই অপরাজিতা।
শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘ভ্রমর কইয়ো গিয়া’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত নব্বইয়ের দশকের অন্যতম সেরা জুটি। পারস্পরিক মনোমালিন্যে দীর্ঘ বছর তাঁরা একসঙ্গে অভিনয় করেননি। প্রায় পনেরো বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় তাঁরা আবার এক হন।
ট্রেন জার্নির মধ্য দিয়ে একটি সম্পর্কের জার্নি ফুটিয়ে তোলা হয়েছে ‘প্রাক্তন’-এ। তবে এটি কিন্তু সত্যিকারের ট্রেনে শুটিং করা হয়নি। তৈরি করা হয়েছিল ট্রেনের সেট। শুটিংয়ের সময় ট্রেনের ঝাঁকুনি বোঝানোর জন্য টেকনিশিয়ানরা অনবরত ঝাঁকাতেন এই বানানো ট্রেনটি।
‘প্রাক্তন’ জনপ্রিয় হওয়ার পেছনে ‘তুমি যাকে ভালবাসো’ গানের অবদান অনেক। এ গানের জন্য জাতীয় পুরস্কার পান ইমন চক্রবর্তী। সংগীত পরিচালক অনুপম রায় শিল্পীর নাম উল্লেখ না করেই গানটির দুটি ভার্সন পাঠান পরিচালকের কাছে। পরিচালকরা না চিনেই ইমনের ভার্সনটি বেছে নেন। এখনো শিবপ্রসাদ-নন্দিতা জানেন না- দ্বিতীয় কন্ঠটি কার ছিল।
শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘তুমি যাকে ভালোবাসো’
এ সিনেমায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত চরিত্র দুটি আসলে বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত। একজন জনপ্রিয় ট্যুর গাইডের জীবন থেকেই গল্পটি নিয়েছেন নির্মাতাজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
‘প্রাক্তন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর সরল হাসি, অগোছালো কথা দর্শকদের মন জয় করেছিল। কিন্তু জানেন কি, প্রথমে এই চরিত্রে ভাবা হয়েছিল অন্য এক অভিনেত্রীকে? ‘প্রাক্তন’ নির্মাতা শিবপ্রসাদ-নন্দিতা প্রথমে ভেবেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের কথা। কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পর নির্মাতাদের মনে হয়, মালিনীর চরিত্রে অর্পিতার চেয়ে বেশি মানানসই অপরাজিতা।
শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘ভ্রমর কইয়ো গিয়া’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে