প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত নব্বইয়ের দশকের অন্যতম সেরা জুটি। পারস্পরিক মনোমালিন্যে দীর্ঘ বছর তাঁরা একসঙ্গে অভিনয় করেননি। প্রায় পনেরো বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় তাঁরা আবার এক হন।
ট্রেন জার্নির মধ্য দিয়ে একটি সম্পর্কের জার্নি ফুটিয়ে তোলা হয়েছে ‘প্রাক্তন’-এ। তবে এটি কিন্তু সত্যিকারের ট্রেনে শুটিং করা হয়নি। তৈরি করা হয়েছিল ট্রেনের সেট। শুটিংয়ের সময় ট্রেনের ঝাঁকুনি বোঝানোর জন্য টেকনিশিয়ানরা অনবরত ঝাঁকাতেন এই বানানো ট্রেনটি।
‘প্রাক্তন’ জনপ্রিয় হওয়ার পেছনে ‘তুমি যাকে ভালবাসো’ গানের অবদান অনেক। এ গানের জন্য জাতীয় পুরস্কার পান ইমন চক্রবর্তী। সংগীত পরিচালক অনুপম রায় শিল্পীর নাম উল্লেখ না করেই গানটির দুটি ভার্সন পাঠান পরিচালকের কাছে। পরিচালকরা না চিনেই ইমনের ভার্সনটি বেছে নেন। এখনো শিবপ্রসাদ-নন্দিতা জানেন না- দ্বিতীয় কন্ঠটি কার ছিল।
শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘তুমি যাকে ভালোবাসো’
এ সিনেমায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত চরিত্র দুটি আসলে বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত। একজন জনপ্রিয় ট্যুর গাইডের জীবন থেকেই গল্পটি নিয়েছেন নির্মাতাজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
‘প্রাক্তন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর সরল হাসি, অগোছালো কথা দর্শকদের মন জয় করেছিল। কিন্তু জানেন কি, প্রথমে এই চরিত্রে ভাবা হয়েছিল অন্য এক অভিনেত্রীকে? ‘প্রাক্তন’ নির্মাতা শিবপ্রসাদ-নন্দিতা প্রথমে ভেবেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের কথা। কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পর নির্মাতাদের মনে হয়, মালিনীর চরিত্রে অর্পিতার চেয়ে বেশি মানানসই অপরাজিতা।
শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘ভ্রমর কইয়ো গিয়া’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত নব্বইয়ের দশকের অন্যতম সেরা জুটি। পারস্পরিক মনোমালিন্যে দীর্ঘ বছর তাঁরা একসঙ্গে অভিনয় করেননি। প্রায় পনেরো বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় তাঁরা আবার এক হন।
ট্রেন জার্নির মধ্য দিয়ে একটি সম্পর্কের জার্নি ফুটিয়ে তোলা হয়েছে ‘প্রাক্তন’-এ। তবে এটি কিন্তু সত্যিকারের ট্রেনে শুটিং করা হয়নি। তৈরি করা হয়েছিল ট্রেনের সেট। শুটিংয়ের সময় ট্রেনের ঝাঁকুনি বোঝানোর জন্য টেকনিশিয়ানরা অনবরত ঝাঁকাতেন এই বানানো ট্রেনটি।
‘প্রাক্তন’ জনপ্রিয় হওয়ার পেছনে ‘তুমি যাকে ভালবাসো’ গানের অবদান অনেক। এ গানের জন্য জাতীয় পুরস্কার পান ইমন চক্রবর্তী। সংগীত পরিচালক অনুপম রায় শিল্পীর নাম উল্লেখ না করেই গানটির দুটি ভার্সন পাঠান পরিচালকের কাছে। পরিচালকরা না চিনেই ইমনের ভার্সনটি বেছে নেন। এখনো শিবপ্রসাদ-নন্দিতা জানেন না- দ্বিতীয় কন্ঠটি কার ছিল।
শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘তুমি যাকে ভালোবাসো’
এ সিনেমায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত চরিত্র দুটি আসলে বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত। একজন জনপ্রিয় ট্যুর গাইডের জীবন থেকেই গল্পটি নিয়েছেন নির্মাতাজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
‘প্রাক্তন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর সরল হাসি, অগোছালো কথা দর্শকদের মন জয় করেছিল। কিন্তু জানেন কি, প্রথমে এই চরিত্রে ভাবা হয়েছিল অন্য এক অভিনেত্রীকে? ‘প্রাক্তন’ নির্মাতা শিবপ্রসাদ-নন্দিতা প্রথমে ভেবেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের কথা। কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পর নির্মাতাদের মনে হয়, মালিনীর চরিত্রে অর্পিতার চেয়ে বেশি মানানসই অপরাজিতা।
শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘ভ্রমর কইয়ো গিয়া’
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১০ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
১২ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১৩ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১৬ ঘণ্টা আগে