সোশ্যাল মিডিয়ায় বেশ সরব নুসরাত ফারিয়া। মাঝেমধ্যেই খোলামেলা ছবিতে আলোচনা-সমালোচনার শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার ফারিয়ার পোশাক নিয়ে খোঁচা দিলেন শূন্য দশকের চিত্রনায়িকা ময়ূরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাঁকে দেখা গেছে। সাগর সৈকতে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বিটিং দ্য হিট’। ফারিয়ার সেই ছবি ফেসবুকে শেয়ার করে আরেক চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’
পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরী লেখেন, ‘নুসরাত ফারিয়া করলে “লীলাখেলা’’ আমরা করলে অশ্লীল।’ ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি লেখেন, ‘এইবার বুঝলে দোস্ত, কেন পোস্ট করলাম।’
শূন্য দশকে ঢাকাই সিনেমা যখন অশ্লীলতার রাজত্ব, সে সময়ের একটানা কাজ করেছেন ময়ূরী ও পলি। দুজনকেই ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয়। তবে ময়ূরী ও পলি উভয়েই দাবি করেন কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করেননি তাঁরা। বর্তমানে চলচ্চিত্র দূরে আছেন ময়ূরী ও পলি।
সোশ্যাল মিডিয়ায় বেশ সরব নুসরাত ফারিয়া। মাঝেমধ্যেই খোলামেলা ছবিতে আলোচনা-সমালোচনার শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার ফারিয়ার পোশাক নিয়ে খোঁচা দিলেন শূন্য দশকের চিত্রনায়িকা ময়ূরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাঁকে দেখা গেছে। সাগর সৈকতে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বিটিং দ্য হিট’। ফারিয়ার সেই ছবি ফেসবুকে শেয়ার করে আরেক চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’
পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরী লেখেন, ‘নুসরাত ফারিয়া করলে “লীলাখেলা’’ আমরা করলে অশ্লীল।’ ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি লেখেন, ‘এইবার বুঝলে দোস্ত, কেন পোস্ট করলাম।’
শূন্য দশকে ঢাকাই সিনেমা যখন অশ্লীলতার রাজত্ব, সে সময়ের একটানা কাজ করেছেন ময়ূরী ও পলি। দুজনকেই ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয়। তবে ময়ূরী ও পলি উভয়েই দাবি করেন কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করেননি তাঁরা। বর্তমানে চলচ্চিত্র দূরে আছেন ময়ূরী ও পলি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৭ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১৩ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে