বিনোদন প্রতিবেদক, ঢাকা
আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘জ্বীন থ্রি’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে শুরু হয় শুটিং। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তাঁরা। নির্মাতা জানালেন, রোজার আগেই গানের শুটিং দিয়ে ক্যামেরা ক্লোজ হবে।
২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠানটি নিয়ে আসে ‘মোনা: জ্বীন টু’। এই সিনেমাটিও মুক্তি পায় গত বছর রোজার ঈদে। গত দুই বছরের মতো এবার রোজার ঈদেও প্রেক্ষাগৃহে থাকবে জ্বীনের নতুন সিকুয়েল। এমনটাই জানালেন নির্মাতা কামরুজ্জামান রোমান।
নির্মাতা বলেন, ‘সোমবার আমাদের সিকুয়েন্সের শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। দুই দিন বিশ্রামে থাকবে সবাই। এরপর আবার শুরু হবে শুটিং, রোজার আগেই শেষ হয়ে যাবে। আশা করছি রোজার ঈদেই প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবে দর্শক।’
জ্বীন টু সিনেমার পরিচালক ছিলেন রোমান। নতুন সিনেমাটি নিয়েও আশাবাদী তিনি। তবে এখনই সিনেমার গল্প নিয়ে কথা বলতে চান না নির্মাতা। রোমান বলেন, ‘এখনই গল্পটা বলতে চাইছি না। তবে দর্শক পর্দায় যে ধরনের হরর গল্প দেখতে চায়, তেমন গল্প নিয়েই তৈরি হচ্ছে জ্বীন থ্রি। দর্শকের জন্য অনেক চমক অপেক্ষা করছে সিনেমা হলে। আশা করি তাঁরা নিরাশ হবেন না।’
নাদের চৌধুরী পরিচালিত জ্বীন সিনেমায় পূজা চেরির বিপরীতে ছিলেন সজল। জ্বীন টু সিনেমায় না থাকলেও ফিরলেন তৃতীয় কিস্তিতে। তাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন অভিনেতা। চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করতে শুটিংয়ের আগে পুরোদমে রিহার্সাল করেছেন। সিনেমায় মনোযোগ ধরে রাখতে আপাতত নাটক থেকেও দূরে আছেন সজল। সব মিলিয়ে পর্দার চরিত্র হয়ে উঠতে কোনো রকম ছাড় দিতে চাইছেন না তিনি।
অন্যদিকে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন ফারিয়া। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাই অনেক দিন ধরে নেই নতুন সিনেমার খবরে। সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে জ্বীন থ্রি দিয়ে নতুন করে এগিয়ে যেতে চাইছেন ফারিয়া। এ ছাড়া জ্বীন থ্রি দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার কোনো সিনেমায় অভিনয় করছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর জাজের আর কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে।
জ্বীন থ্রি সিনেমায় সজল ও ফারিয়ার অভিনয়ের প্রশংসা করে নির্মাতা বলেন, ‘দুজনেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করছেন। নির্মাতা হিসেবে তাঁদের কাজে আমি মুগ্ধ। আশা করি দর্শকও তাঁদের অভিনয়ে মুগ্ধ হয়ে হল থেকে বের হবেন।’
আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘জ্বীন থ্রি’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে শুরু হয় শুটিং। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তাঁরা। নির্মাতা জানালেন, রোজার আগেই গানের শুটিং দিয়ে ক্যামেরা ক্লোজ হবে।
২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠানটি নিয়ে আসে ‘মোনা: জ্বীন টু’। এই সিনেমাটিও মুক্তি পায় গত বছর রোজার ঈদে। গত দুই বছরের মতো এবার রোজার ঈদেও প্রেক্ষাগৃহে থাকবে জ্বীনের নতুন সিকুয়েল। এমনটাই জানালেন নির্মাতা কামরুজ্জামান রোমান।
নির্মাতা বলেন, ‘সোমবার আমাদের সিকুয়েন্সের শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। দুই দিন বিশ্রামে থাকবে সবাই। এরপর আবার শুরু হবে শুটিং, রোজার আগেই শেষ হয়ে যাবে। আশা করছি রোজার ঈদেই প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবে দর্শক।’
জ্বীন টু সিনেমার পরিচালক ছিলেন রোমান। নতুন সিনেমাটি নিয়েও আশাবাদী তিনি। তবে এখনই সিনেমার গল্প নিয়ে কথা বলতে চান না নির্মাতা। রোমান বলেন, ‘এখনই গল্পটা বলতে চাইছি না। তবে দর্শক পর্দায় যে ধরনের হরর গল্প দেখতে চায়, তেমন গল্প নিয়েই তৈরি হচ্ছে জ্বীন থ্রি। দর্শকের জন্য অনেক চমক অপেক্ষা করছে সিনেমা হলে। আশা করি তাঁরা নিরাশ হবেন না।’
নাদের চৌধুরী পরিচালিত জ্বীন সিনেমায় পূজা চেরির বিপরীতে ছিলেন সজল। জ্বীন টু সিনেমায় না থাকলেও ফিরলেন তৃতীয় কিস্তিতে। তাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন অভিনেতা। চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করতে শুটিংয়ের আগে পুরোদমে রিহার্সাল করেছেন। সিনেমায় মনোযোগ ধরে রাখতে আপাতত নাটক থেকেও দূরে আছেন সজল। সব মিলিয়ে পর্দার চরিত্র হয়ে উঠতে কোনো রকম ছাড় দিতে চাইছেন না তিনি।
অন্যদিকে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন ফারিয়া। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাই অনেক দিন ধরে নেই নতুন সিনেমার খবরে। সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে জ্বীন থ্রি দিয়ে নতুন করে এগিয়ে যেতে চাইছেন ফারিয়া। এ ছাড়া জ্বীন থ্রি দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার কোনো সিনেমায় অভিনয় করছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর জাজের আর কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে।
জ্বীন থ্রি সিনেমায় সজল ও ফারিয়ার অভিনয়ের প্রশংসা করে নির্মাতা বলেন, ‘দুজনেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করছেন। নির্মাতা হিসেবে তাঁদের কাজে আমি মুগ্ধ। আশা করি দর্শকও তাঁদের অভিনয়ে মুগ্ধ হয়ে হল থেকে বের হবেন।’
অনেক দিন নতুন সিনেমা নেই বাপ্পী চৌধুরীর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর খবর ছড়িয়েছে, সেখানেই স্থায়ী হচ্ছেন বাপ্পী। সিনেমায় আর দেখা যাবে না তাঁকে। ১৮ অক্টোবর দেশে ফিরেছেন বাপ্পী। তাঁকে নিয়ে তৈরি নানা গুঞ্জন সম্পর্কে জানতে তাঁর সঙ্গে কথা
১২ ঘণ্টা আগেএক যুগ ধরে টালিউডে অভিনয় করছেন জয়া আহসান। চারবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। জয়া মনে করেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট টালিউডে অভিনয়ের সিদ্ধান্ত। বাংলাদেশে উপযুক্ত চরিত্র না পাওয়ার কারণেই তিনি ওপার বাংলায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
১২ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির হিড়িক পড়েছে। প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। চলতি মাসের প্রথম তিন সপ্তাহে আলোর মুখ দেখেছে আরও পাঁচ সিনেমা। আগামী শুক্রবারও আসছে নতুন সিনেমা। ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কন্যা’ নামের সিনেমাটি।
১২ ঘণ্টা আগেআইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
১ দিন আগে