Ajker Patrika

জ্ঞান বুদ্ধি হওয়ার পর এমন কাজ কখনো করেননি নিশো

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৩: ০০
Thumbnail image

বছরের দ্বিতীয় দিনে চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন লুকের একটি পোস্টার।

এর আগে বছরের প্রথম দিনেই চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি লাইভ করা হয়েছিল। সেখানে দেখা গেছে, নিশো সেলুনে বসে চুল কাটাচ্ছেন।

৮ মিনিট ৫৬ সেকেন্ডের সেই লাইভের প্রথমেই নিশো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দেন। তারপর জানান, তিনি একটা বিপদে আছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন।

কিছুক্ষণ পর নিজেই জানান, তিনি কনফিউজড হয়ে বছরের প্রথম দিনেই সেলুনে গিয়েছেন। এক পর্যায়ে তিনি বলেই ফেলেন, ‘জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমি এমন কাজ কখনও করিনি।’

ভিডিওর সাড়ে ৫ মিনিটের দিকে দেখা যায়, নিশো নিজেই ট্রিমার দিয়ে নিজের চুল কেটে ফেলছেন। পুরা ন্যাড়া হয়ে যাওয়ার কথাও বলেন তিনি। কী লুক নেবেন তা জানতে চেয়ে দর্শকের পরামর্শও চান।

লাইভের শেষের দিকে নিজের জন্য ও পরিবারের জন্য দোয়া চেয়ে ভিডিও শেষ করেন আফরান নিশো।

কিন্তু কেন? কেন এমন ভিডিও চরকির পেজে লাইভ করা হলো? আবার একদিন পরে কেন এমন লুকের একটি ছবি পোস্ট করা হলো? এমন অনেক প্রশ্ন দর্শকের মনে উঁকি দিতেই পারে।

আফরান নিশোকে সঙ্গে নিয়ে নতুন চমক দিয়ে বছরের শুরুতেই হাজির হয়েছে চরকি। কী সেই চমক, কেন নিশো এমন করলেন সেসব প্রশ্নের জবাব খুব শীঘ্রই পাওয়া যাবে বলে জানায় চরকি। ধারণা করা হচ্ছে শিহাব শাহিনের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এ অভিনয় করছেন নিশো। সেই সিরিজেই নিশোকে এমন লুকে দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত