বিনোদন প্রতিবেদক
বছরের দ্বিতীয় দিনে চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন লুকের একটি পোস্টার।
এর আগে বছরের প্রথম দিনেই চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি লাইভ করা হয়েছিল। সেখানে দেখা গেছে, নিশো সেলুনে বসে চুল কাটাচ্ছেন।
৮ মিনিট ৫৬ সেকেন্ডের সেই লাইভের প্রথমেই নিশো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দেন। তারপর জানান, তিনি একটা বিপদে আছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন।
কিছুক্ষণ পর নিজেই জানান, তিনি কনফিউজড হয়ে বছরের প্রথম দিনেই সেলুনে গিয়েছেন। এক পর্যায়ে তিনি বলেই ফেলেন, ‘জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমি এমন কাজ কখনও করিনি।’
ভিডিওর সাড়ে ৫ মিনিটের দিকে দেখা যায়, নিশো নিজেই ট্রিমার দিয়ে নিজের চুল কেটে ফেলছেন। পুরা ন্যাড়া হয়ে যাওয়ার কথাও বলেন তিনি। কী লুক নেবেন তা জানতে চেয়ে দর্শকের পরামর্শও চান।
লাইভের শেষের দিকে নিজের জন্য ও পরিবারের জন্য দোয়া চেয়ে ভিডিও শেষ করেন আফরান নিশো।
কিন্তু কেন? কেন এমন ভিডিও চরকির পেজে লাইভ করা হলো? আবার একদিন পরে কেন এমন লুকের একটি ছবি পোস্ট করা হলো? এমন অনেক প্রশ্ন দর্শকের মনে উঁকি দিতেই পারে।
আফরান নিশোকে সঙ্গে নিয়ে নতুন চমক দিয়ে বছরের শুরুতেই হাজির হয়েছে চরকি। কী সেই চমক, কেন নিশো এমন করলেন সেসব প্রশ্নের জবাব খুব শীঘ্রই পাওয়া যাবে বলে জানায় চরকি। ধারণা করা হচ্ছে শিহাব শাহিনের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এ অভিনয় করছেন নিশো। সেই সিরিজেই নিশোকে এমন লুকে দেখা যাবে।
বছরের দ্বিতীয় দিনে চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন লুকের একটি পোস্টার।
এর আগে বছরের প্রথম দিনেই চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি লাইভ করা হয়েছিল। সেখানে দেখা গেছে, নিশো সেলুনে বসে চুল কাটাচ্ছেন।
৮ মিনিট ৫৬ সেকেন্ডের সেই লাইভের প্রথমেই নিশো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দেন। তারপর জানান, তিনি একটা বিপদে আছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন।
কিছুক্ষণ পর নিজেই জানান, তিনি কনফিউজড হয়ে বছরের প্রথম দিনেই সেলুনে গিয়েছেন। এক পর্যায়ে তিনি বলেই ফেলেন, ‘জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমি এমন কাজ কখনও করিনি।’
ভিডিওর সাড়ে ৫ মিনিটের দিকে দেখা যায়, নিশো নিজেই ট্রিমার দিয়ে নিজের চুল কেটে ফেলছেন। পুরা ন্যাড়া হয়ে যাওয়ার কথাও বলেন তিনি। কী লুক নেবেন তা জানতে চেয়ে দর্শকের পরামর্শও চান।
লাইভের শেষের দিকে নিজের জন্য ও পরিবারের জন্য দোয়া চেয়ে ভিডিও শেষ করেন আফরান নিশো।
কিন্তু কেন? কেন এমন ভিডিও চরকির পেজে লাইভ করা হলো? আবার একদিন পরে কেন এমন লুকের একটি ছবি পোস্ট করা হলো? এমন অনেক প্রশ্ন দর্শকের মনে উঁকি দিতেই পারে।
আফরান নিশোকে সঙ্গে নিয়ে নতুন চমক দিয়ে বছরের শুরুতেই হাজির হয়েছে চরকি। কী সেই চমক, কেন নিশো এমন করলেন সেসব প্রশ্নের জবাব খুব শীঘ্রই পাওয়া যাবে বলে জানায় চরকি। ধারণা করা হচ্ছে শিহাব শাহিনের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এ অভিনয় করছেন নিশো। সেই সিরিজেই নিশোকে এমন লুকে দেখা যাবে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে