বিনোদন ডেস্ক
আজ ‘আলী’র প্রিমিয়ার
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আল আমিন। উৎসবে স্বল্পদৈর্ঘ্য শাখায় স্থান পাওয়া ১১টি সিনেমার দুটি করে প্রদর্শনী হবে আজ, যার মধ্যে আলীও রয়েছে। দেবাসি ও বাজিন থিয়েটারে আজ ফ্রান্সের স্থানীয় সময় বেলা ১১টা ও ১টায় দেখানো হবে সিনেমাগুলো। প্রদর্শনীতে অংশ নিতে এরই মধ্যে কানে পৌঁছেছেন আলী সিনেমার কলাকুশলীরা। এ সিনেমায় দেখা যাবে এক উপকূলীয় শহরের গল্প, যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ। সেখানকার এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায়।
সিঁথিতে সিঁদুর আর সাদা শাড়িতে অপরূপা ঐশ্বরিয়া
কান উৎসবের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক অনেক পুরোনো। প্রতিবছরই লালগালিচায় আলো ছড়ান তিনি। এবারও গিয়েছিলেন। এ নিয়ে ২২ বার কান উৎসবে দেখা গেল তাঁকে। কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে যেন একটু বেশিই মাতামাতি হচ্ছে এবার। মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা বেনারসিতে নজর কেড়েছেন অভিনেত্রী। গলায় পরেছিলেন ৫০০ ক্যারেট মোজাম্বিক রুবি দিয়ে তৈরি হার। তবে ঐশ্বরিয়ার যে বিষয়টি সবার নজর কেড়েছে, তা হলো সিঁথিভরা সিঁদুর, যা পুরো সাজটিতে ভিন্নতা এনে দিয়েছে।
এ পি জে আবদুল কালামের বায়োপিক
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের জীবন এবার আসছে বড় পর্দায়। ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামের এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণি সুপারস্টার ধানুশ। পরিচালনা করবেন ওম রাউত। এ পি জে আবদুল কালামের জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর গল্প উঠে আসবে সিনেমায়। ২১ মে কান ফিল্ম মার্কেটে সিনেমাটির ঘোষণা করা হয়।
আজ ‘আলী’র প্রিমিয়ার
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আল আমিন। উৎসবে স্বল্পদৈর্ঘ্য শাখায় স্থান পাওয়া ১১টি সিনেমার দুটি করে প্রদর্শনী হবে আজ, যার মধ্যে আলীও রয়েছে। দেবাসি ও বাজিন থিয়েটারে আজ ফ্রান্সের স্থানীয় সময় বেলা ১১টা ও ১টায় দেখানো হবে সিনেমাগুলো। প্রদর্শনীতে অংশ নিতে এরই মধ্যে কানে পৌঁছেছেন আলী সিনেমার কলাকুশলীরা। এ সিনেমায় দেখা যাবে এক উপকূলীয় শহরের গল্প, যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ। সেখানকার এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায়।
সিঁথিতে সিঁদুর আর সাদা শাড়িতে অপরূপা ঐশ্বরিয়া
কান উৎসবের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক অনেক পুরোনো। প্রতিবছরই লালগালিচায় আলো ছড়ান তিনি। এবারও গিয়েছিলেন। এ নিয়ে ২২ বার কান উৎসবে দেখা গেল তাঁকে। কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে যেন একটু বেশিই মাতামাতি হচ্ছে এবার। মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা বেনারসিতে নজর কেড়েছেন অভিনেত্রী। গলায় পরেছিলেন ৫০০ ক্যারেট মোজাম্বিক রুবি দিয়ে তৈরি হার। তবে ঐশ্বরিয়ার যে বিষয়টি সবার নজর কেড়েছে, তা হলো সিঁথিভরা সিঁদুর, যা পুরো সাজটিতে ভিন্নতা এনে দিয়েছে।
এ পি জে আবদুল কালামের বায়োপিক
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের জীবন এবার আসছে বড় পর্দায়। ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামের এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণি সুপারস্টার ধানুশ। পরিচালনা করবেন ওম রাউত। এ পি জে আবদুল কালামের জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর গল্প উঠে আসবে সিনেমায়। ২১ মে কান ফিল্ম মার্কেটে সিনেমাটির ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।
৫ ঘণ্টা আগেভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। অনেক জায়গায় বাংলাভাষীদের আটক করার কথাও শোনা যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।
৫ ঘণ্টা আগেঅন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
১২ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১২ ঘণ্টা আগে