বিনোদন ডেস্ক
আজ ‘আলী’র প্রিমিয়ার
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আল আমিন। উৎসবে স্বল্পদৈর্ঘ্য শাখায় স্থান পাওয়া ১১টি সিনেমার দুটি করে প্রদর্শনী হবে আজ, যার মধ্যে আলীও রয়েছে। দেবাসি ও বাজিন থিয়েটারে আজ ফ্রান্সের স্থানীয় সময় বেলা ১১টা ও ১টায় দেখানো হবে সিনেমাগুলো। প্রদর্শনীতে অংশ নিতে এরই মধ্যে কানে পৌঁছেছেন আলী সিনেমার কলাকুশলীরা। এ সিনেমায় দেখা যাবে এক উপকূলীয় শহরের গল্প, যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ। সেখানকার এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায়।
সিঁথিতে সিঁদুর আর সাদা শাড়িতে অপরূপা ঐশ্বরিয়া
কান উৎসবের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক অনেক পুরোনো। প্রতিবছরই লালগালিচায় আলো ছড়ান তিনি। এবারও গিয়েছিলেন। এ নিয়ে ২২ বার কান উৎসবে দেখা গেল তাঁকে। কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে যেন একটু বেশিই মাতামাতি হচ্ছে এবার। মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা বেনারসিতে নজর কেড়েছেন অভিনেত্রী। গলায় পরেছিলেন ৫০০ ক্যারেট মোজাম্বিক রুবি দিয়ে তৈরি হার। তবে ঐশ্বরিয়ার যে বিষয়টি সবার নজর কেড়েছে, তা হলো সিঁথিভরা সিঁদুর, যা পুরো সাজটিতে ভিন্নতা এনে দিয়েছে।
এ পি জে আবদুল কালামের বায়োপিক
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের জীবন এবার আসছে বড় পর্দায়। ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামের এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণি সুপারস্টার ধানুশ। পরিচালনা করবেন ওম রাউত। এ পি জে আবদুল কালামের জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর গল্প উঠে আসবে সিনেমায়। ২১ মে কান ফিল্ম মার্কেটে সিনেমাটির ঘোষণা করা হয়।
আজ ‘আলী’র প্রিমিয়ার
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আল আমিন। উৎসবে স্বল্পদৈর্ঘ্য শাখায় স্থান পাওয়া ১১টি সিনেমার দুটি করে প্রদর্শনী হবে আজ, যার মধ্যে আলীও রয়েছে। দেবাসি ও বাজিন থিয়েটারে আজ ফ্রান্সের স্থানীয় সময় বেলা ১১টা ও ১টায় দেখানো হবে সিনেমাগুলো। প্রদর্শনীতে অংশ নিতে এরই মধ্যে কানে পৌঁছেছেন আলী সিনেমার কলাকুশলীরা। এ সিনেমায় দেখা যাবে এক উপকূলীয় শহরের গল্প, যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ। সেখানকার এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায়।
সিঁথিতে সিঁদুর আর সাদা শাড়িতে অপরূপা ঐশ্বরিয়া
কান উৎসবের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক অনেক পুরোনো। প্রতিবছরই লালগালিচায় আলো ছড়ান তিনি। এবারও গিয়েছিলেন। এ নিয়ে ২২ বার কান উৎসবে দেখা গেল তাঁকে। কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে যেন একটু বেশিই মাতামাতি হচ্ছে এবার। মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা বেনারসিতে নজর কেড়েছেন অভিনেত্রী। গলায় পরেছিলেন ৫০০ ক্যারেট মোজাম্বিক রুবি দিয়ে তৈরি হার। তবে ঐশ্বরিয়ার যে বিষয়টি সবার নজর কেড়েছে, তা হলো সিঁথিভরা সিঁদুর, যা পুরো সাজটিতে ভিন্নতা এনে দিয়েছে।
এ পি জে আবদুল কালামের বায়োপিক
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের জীবন এবার আসছে বড় পর্দায়। ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামের এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণি সুপারস্টার ধানুশ। পরিচালনা করবেন ওম রাউত। এ পি জে আবদুল কালামের জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর গল্প উঠে আসবে সিনেমায়। ২১ মে কান ফিল্ম মার্কেটে সিনেমাটির ঘোষণা করা হয়।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৮ মিনিট আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
২৭ মিনিট আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৩২ মিনিট আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে