প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘গলুই’। এ সিনেমায় তাঁর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে।
এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। ‘গলুই’ মুক্তি উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলীক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান নিজেও। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ‘গলুই’ সিনেমার প্রিমিয়ারে থাকবেন শাকিব খান। সিনেমার প্রমোশনের বিষয়ে পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অভিনেতা।
যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে। আমরা চাই সুস্থ চলচ্চিত্র, সুস্থ বিনোদনের জয় হোক সর্বত্র। তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে রিলিজ দিতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস।’
দর্শকরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন এমন প্রত্যাশা জানিয়ে বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে শাকিব খানের অনেক ভক্ত-অনুরাগী রয়েছেন। কিন্তু এর আগে সেখানে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। এই প্রথম যুক্তরাষ্ট্রের থিয়েটারে চলবে ‘গলুই’। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে সিনেমাটি দেখবেন।’
‘গলুই’ ছবির নির্মাতা এস এ হক অলীক বলেন, ‘আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা আমেরিকাপ্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন।’ গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘গলুই’। এ সিনেমায় তাঁর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে।
এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। ‘গলুই’ মুক্তি উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলীক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান নিজেও। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ‘গলুই’ সিনেমার প্রিমিয়ারে থাকবেন শাকিব খান। সিনেমার প্রমোশনের বিষয়ে পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অভিনেতা।
যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে। আমরা চাই সুস্থ চলচ্চিত্র, সুস্থ বিনোদনের জয় হোক সর্বত্র। তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে রিলিজ দিতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস।’
দর্শকরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন এমন প্রত্যাশা জানিয়ে বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে শাকিব খানের অনেক ভক্ত-অনুরাগী রয়েছেন। কিন্তু এর আগে সেখানে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। এই প্রথম যুক্তরাষ্ট্রের থিয়েটারে চলবে ‘গলুই’। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে সিনেমাটি দেখবেন।’
‘গলুই’ ছবির নির্মাতা এস এ হক অলীক বলেন, ‘আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা আমেরিকাপ্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন।’ গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে