Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

আজ থেকে হলে ‘নয়া মানুষ’ ও ‘দুনিয়া’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘নয়া মানুষ’ সিনেমার দৃশ্যে রওনক হাসান ও মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত
‘নয়া মানুষ’ সিনেমার দৃশ্যে রওনক হাসান ও মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

দেশের সিনেমা হলে আজ মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। রওনক-মৌসুমীর ‘নয়া মানুষ’ সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে আট বছর আগে নির্মিত ‘দুনিয়া’।

চরের মানুষের গল্পে ‘নয়া মানুষ’

চরের মানুষের জীবনের দুঃখ-সুখের গল্পগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।

নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ প্রমুখ।

নির্মাতা সোহেল রানা বয়াতী বলেন, ‘সিনেমাটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে শুটিং শুরু হয়, কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হলে কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। নয়া মানুষ নিয়ে আমরা আশাবাদী।’

‘দুনিয়া’ সিনেমার পোস্টারে মিলন ও নিরব
‘দুনিয়া’ সিনেমার পোস্টারে মিলন ও নিরব

আট বছর পর ‘দুনিয়া’

আট বছর আগে সাইফ চন্দন নির্মাণ করেছিলেন ‘টার্গেট’ নামে একটি সিনেমা। ২০১৬ সালে শুটিং শেষ হওয়া সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে। তবে বদলে গেছে নাম। মুক্তি পাচ্ছে ‘দুনিয়া’ নামে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগর প্রমুখ।

নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘সে সময়ের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এত দেরিতে কেন মুক্তির সিদ্ধান্ত, এটা প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে।’

আইরিন সুলতানা বলেন, ‘নিজের কাজ পর্দায় দেখতে সবারই ভালো লাগে। অনেক দিন আটকে থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি দর্শক দেখতে পারবে, এটা আনন্দের বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত