Ajker Patrika

করোনায় মৃত বান্ধবীর পরিবারের পাশে জয়া

বিনোদন প্রতিবেদক
করোনায় মৃত বান্ধবীর পরিবারের পাশে জয়া

ঢাকা: অভিনেত্রী জয়া আহসানের বান্ধবী নাঈমা মেহরিন। তিন মেয়ে তাঁর। বড় মেয়ের ২১, মেজো ১৯ আর ছোট মেয়ের বয়স ১৩ বছর। ভরা সংসার নাঈমার। সংসার-সন্তানকে তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। কিন্তু করোনা কেড়ে নিলো সব।

মাস দুয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ৪৬ বছর বয়সী নাঈমা। শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে, আইসিইউ কাটিয়ে, গত ৩১ মার্চ তিনি মারা যান। জয়া আহসান জানাচ্ছেন, ‘নাঈমা ও তাঁর বৃদ্ধা মা একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন। মায়ের সেবা করতে গিয়ে সে নিজের প্রতি অতটা খেয়াল রাখেনি। তাঁর মূল চিন্তা ছিল কীভাবে মাকে সুস্থ করা যায়! শেষ পর্যন্ত মা সুস্থ হয়। কিন্তু নাঈমাকে বাঁচানো যায়নি।’

জয়া আহসানের বান্ধবী নাঈমার পরিবার।উন্নত চিকিৎসার জন্য নাঈমাকে একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানে একসপ্তাহ চিকিৎসার পর মারা যান তিনি। নাঈমাকে হারিয়ে অথৈ সাগরে তাঁর পরিবার। শোকের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে বড় অংকের হাসপাতাল খরচ। নাঈমার পরিবার সূত্রে জানা গেছে, মোট চিকিৎসা খরচ দাঁড়িয়েছে চার লাখ ডলার। পরিবারের যা সঞ্চয় ছিল, সেখান থেকে দেড় লাখ ডলার শোধ করতে পেরেছেন। বাকি আছে আরো তিন লাখ ডলার।

এ বিরাট অংকের বকেয়া শোধ করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। অভিনেত্রী জয়া আহসান তাই এগিয়ে এসেছেন। বিত্তবানদের কাছে তিনি অনুরোধ করছেন, এ পরিবারটিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন জয়া আহসান। তিনি লিখেছেন, ‘বান্ধবী নাঈমা মেহরিনের জন্য আমি অর্থ সংগ্রহ করছি। তিন কন্যাসন্তানকে রেখে সে চলে গেছে। বিরাট অংকের চিকিৎসা খরচ বকেয়া। পরিবারটি খুবই বিপদে আছে।’

নাঈমার পরিবারকে সাহায্য করার জন্য একটি লিংক ও ফোন নাম্বার দিয়েছেন জয়া আহসান।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত