কীভাবে একটা সিনেমা আপনার ভাবনার জগৎকেও বদলে দিতে পারে, প্রেমাম তার উদাহরণ। ভারতের মালায়লাম ছবির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকচর্চিত ছবি ‘প্রেমাম’। খুব বেশি হার্ডকোর সিনেপ্রেমী না হলে, এই সিনেমা দিয়ে মালায়লাম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ঘটে বেশির ভাগেরই।
‘প্রেমাম’ ছবিটি মুক্তির দিনই এইচডি প্রিন্টে পাইরেসি/লিক হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে ৭৭ কোটি ইনকাম করে, যা সেই সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল হয়।
প্রথম মালায়লাম ছবি, যেটা তামিলনাড়ুতে টানা ২৫০ দিন সিনেমা হলে চলেছিল। তামিলে রিলিজের পর প্রথম মালায়লাম ছবি হিসেবে ২ কোটি আয় করে ‘প্রেমাম’। বিশ্বজুড়ে ৪ কোটির বেশি আয় করে প্রেমাম, যা মালায়লাম ছবির জন্য ইতিহাস।
এই ছবিতে প্রায় ১৭ জন কলাকুশলীর অভিষেক হয়, যার মধ্যে ছবির মূল তিন অভিনেত্রীও ছিলেন। সাই পল্লভী ও অনুপমা রাতারাতি তারকা বনে যান এই ছবি দিয়ে। তাঁরা এই ছবির পর দক্ষিণের বাকি ইন্ডাস্ট্রিতে দাপটে লিড রোলে বড় স্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র নিভিন পৌলি মোহনলালের ‘দৃশ্যম’ রেকর্ড ভাঙতে পেরেছেন। সব মিলিয়ে প্রায় এক বছর বিভিন্ন থিয়েটারে চলেছিল প্রেমাম। মুক্তির পর হিন্দিসহ চারটি ভাষায় রিমেকের ঘোষণা আসে।
ছবিটি প্রায় ৬০টি বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন পায়, যার মধ্যে ৩৭টি জিতে নেয়! ছবিটির আইএমডি রেটিং ৮ দশমিক ৩। গুগল ব্যবহারকারীরা প্রতি ১০০ জনের মধ্যে ৯৩ জন ছবিটি পছন্দ করেছেন।
কীভাবে একটা সিনেমা আপনার ভাবনার জগৎকেও বদলে দিতে পারে, প্রেমাম তার উদাহরণ। ভারতের মালায়লাম ছবির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকচর্চিত ছবি ‘প্রেমাম’। খুব বেশি হার্ডকোর সিনেপ্রেমী না হলে, এই সিনেমা দিয়ে মালায়লাম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ঘটে বেশির ভাগেরই।
‘প্রেমাম’ ছবিটি মুক্তির দিনই এইচডি প্রিন্টে পাইরেসি/লিক হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে ৭৭ কোটি ইনকাম করে, যা সেই সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল হয়।
প্রথম মালায়লাম ছবি, যেটা তামিলনাড়ুতে টানা ২৫০ দিন সিনেমা হলে চলেছিল। তামিলে রিলিজের পর প্রথম মালায়লাম ছবি হিসেবে ২ কোটি আয় করে ‘প্রেমাম’। বিশ্বজুড়ে ৪ কোটির বেশি আয় করে প্রেমাম, যা মালায়লাম ছবির জন্য ইতিহাস।
এই ছবিতে প্রায় ১৭ জন কলাকুশলীর অভিষেক হয়, যার মধ্যে ছবির মূল তিন অভিনেত্রীও ছিলেন। সাই পল্লভী ও অনুপমা রাতারাতি তারকা বনে যান এই ছবি দিয়ে। তাঁরা এই ছবির পর দক্ষিণের বাকি ইন্ডাস্ট্রিতে দাপটে লিড রোলে বড় স্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র নিভিন পৌলি মোহনলালের ‘দৃশ্যম’ রেকর্ড ভাঙতে পেরেছেন। সব মিলিয়ে প্রায় এক বছর বিভিন্ন থিয়েটারে চলেছিল প্রেমাম। মুক্তির পর হিন্দিসহ চারটি ভাষায় রিমেকের ঘোষণা আসে।
ছবিটি প্রায় ৬০টি বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন পায়, যার মধ্যে ৩৭টি জিতে নেয়! ছবিটির আইএমডি রেটিং ৮ দশমিক ৩। গুগল ব্যবহারকারীরা প্রতি ১০০ জনের মধ্যে ৯৩ জন ছবিটি পছন্দ করেছেন।
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
১১ ঘণ্টা আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
১১ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
১১ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
১১ ঘণ্টা আগে